নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের শুভসূচনা
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলছে নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩। নারী ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নরা চলতি আসরেও সবচেয়ে ফেভারিট। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে ফেভারিটের মতোই সূচনা করেছে মার্কিন নারীরা। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়েছে অ্যালেক্স মরগানরা।
নিউজিল্যান্ডের ইডেন পার্কে সোফিয়া স্মিথের জোড়া গোলে আধিপত্য রেখেই ম্যাচ নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। স্মিথের গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের যোগ করা সপ্তম মিনিটে স্মিথেরই দ্বিতীয় গোলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মার্কিনিরা। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোলের দেখা পেলেন স্মিথ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় তারা। ভিয়েতনামের মেয়েরা ম্যাচে গড়তে পারেনি ন্যূনতম প্রতিরোধ। ৬৬ শতাংশ বল দখলে রাখা যুক্তরাষ্ট্র গোটা ম্যাচে যেখানে ভিয়েতনামের গোলমুখে শট নিয়েছে ২৮টি, সেখানে ভিয়েতনাম একটি শটও নিতে পারেনি মার্কিনিদের তেকাঠি বরাবর।
ম্যাচের ৭৭ মিনিটে লিন্ডসে হুরানের গোলে ৩-০ তে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।
‘ই’ গ্রুপে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের সঙ্গে বাকি দুই দল নেদারল্যান্ডস ও পর্তুগাল।