ভারতকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা পাকিস্তানের
ফরম্যাট বা দল যেমনই হোক, ভারত-পাকিস্তানের লড়াই মানেই আলাদা আমেজ। বড়দের এশিয়া কাপকে কেন্দ্র করে মাঠের বাইরে দু’দলের কথার লড়াই উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এর মাঝেই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে আজ রোববার (২৩ জুলাই) মুখোমুখি হয়েছে ভারত ‘এ’ দল ও পাকিস্তান ‘এ’ দল। একপেশে ম্যাচে ভারতকে ১২৮ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলল পাকিস্তান।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩৫২ রান করে পাকিস্তান। জবাবে ৪০ ওভারে ২২৪ রানে অলআউট হয় ভারত।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক যশ ধুল। ধুলের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন পাকিস্তানের দুই ওপেনার সাঈম আইয়ুব ও সাহেবজাদা ফারহান। ওপেনিংয়ে জুটিতে দুই ব্যাটার তোলেন ১২১ রান। আইয়ুব ৫৯ ও ফারহান ৬৫ রান করে সাজঘরের পথ ধরেন।
পাকিস্তানের হয়ে শতক তুলে নেন তাইয়েব তাহির। ৭১ বলে ১২ চার ও চার ছক্কায় ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলা তাহিরকে আউট করেন রাজবর্ধন। এ ছাড়া, উমাইর ইউসুফ ও মুবাশ্বির খান দুজনই খেলেন ৩৫ রানের দুটো কার্যকরী দুটো ইনিংস। দুই হাফসেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে ভর দিয়ে পাকিস্তান পায় ৩৫২ রানের বড় সংগ্রহ।
ভারতের পক্ষে দুটি করে উইকেট পান রাজবর্ধন ও রিয়ান পরাগ।
৩৫৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৬৪ রানের ওপেনিং জুটি গড়েন সাই সুদর্শন ও অভিষেক শর্মা। ২৯ রানে সাই ফিরে গেলেও অর্ধশতক তুলে নেন অভিষেক। ৫১ বলে ৬১ রান করে আউট হন তিনি।
অধিনায়ক ধুল ৩৯ রান করে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। পাকিস্তানি বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারেননি আর কোনো ভারতীয় ব্যাটার। শেষ পর্যন্ত ৪০ ওভারে ২২৪ রানে থামে ভারত।
পাকিস্তানের পক্ষে তিন উইকেট শিকার করেন সুফিয়ান মুকিম। দুটি করে উইকেট নেন মেহরান মুমতাজ, আরশাদ ইকবাল ও মোহাম্মদ ওয়াসিম।