কানাডায় আবারও সাকিব চমক
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। এবার জ্বলে উঠলেন দ্বিতীয় ম্যাচেও। ব্যাটে-বলে দেখালেন অলরাউন্ড পারফরম্যান্স। তাতে করে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল তাঁর দল মন্ট্রিয়ল টাইগার্স।
কানাডার ব্রামটনে গতকাল রোববার(২৩ জুলাই) মিসিসগা প্যান্থার্সের বিপক্ষে সাত উইকেটে জিতেছে মন্ট্রিয়ল টাইগার্স। দলের জয়ের ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন বাংলাদেশি তারকা।
বল হাতে এদিন নিজের কোটার ৪ ওভার বোলিং করে ২৮ রানের বিনিময়ে নেন আজম খানের উইকেট। এরপর ব্যাট করতে নেমে খেলেন ২৪ বলে ৩৬ রানের দারুণ ইনিংস।
এর আগে নিজের প্রথম ম্যাচে আরও দারুণ ছিলেন সাকিব। আগের ম্যাচে বল হাতে মাত্র ১৮ রান খরচায় নিয়েছিলেন ৩টি উইকেট। এরপর ব্যাট হাতে করেন ১৩ বলে ২৬ রান।
কাল দ্বিতীয় ম্যাচে সাকিবের দল মন্ট্রিয়ল টাইগার্স টস জিতে ব্যাটিংয়ে পাঠায় মিসিসগা প্যান্থার্সকে। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৪০ রান তোলে মিসিসগা প্যান্থার্স। জবাব দিতে নিমে ২৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় মন্ট্রিয়ল।
একই লিগে খেলছেন বাংলাদেশের আরেক প্রতিনিধি লিটন দাস। কাল তারও ম্যাচ ছিল। কিন্তু এ দিন তিনি বৃষ্টির কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি। লিটনদের সারে জাগুয়ার্সের বিপক্ষে গতকাল টস হেরে ব্যাটিংয়ে নামে ব্রামটন উলফস। ব্যাটিংয়ে নেমে ৭.২ ওভারে ৩ উইকেটে ৫০ রান করার পর বৃষ্টি নামে। এরপর আর খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি।