কানাডায় ভক্তদের আবদার মেটাচ্ছেন সাকিব
সাকিব আল হাসান এখন কানাডায়। কানাডায় চলমান গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলছেন তিনি। আছেন দারুণ ছন্দে। ব্যাটিং ও বোলিং দুই ভূমিকাতেই দলে রাখছেন অবদান। প্রথম ম্যাচে সারে জাগুয়ার্সের বিপক্ষে বল হাতে ১৮ রানে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে খেলেন ১৩ বলে ২৬ রানের ইনিংস।
দ্বিতীয় ম্যাচে মিসিসগা প্যান্থার্সের বিপক্ষে বল হাতে ২৮ রানে এক উইকেট নেওয়া সাকিব ব্যাট হাতে খেলেন ২৪ বলে ৩৬ রানের চমৎকার ইনিংস। দুই ম্যাচেই জয়ের হাসি হেসেছে তার দল মন্ট্রিয়েল।
মাঠের খেলাটা যেমন উপভোগ করছেন সাকিব, তেমনি গ্যালারিতে বসে দর্শকরাও উপভোগ করছেন বিশ্বসেরা অলরাউন্ডারের খেলা। গতকাল রোববার (২৩ জুলাই) দ্বিতীয় ম্যাচ শেষে হাসিমুখে ভক্তদের আবদার মেটাতে দেখা গেছে সাকিবকে।
গ্যালারির একদল উৎসুক ভক্তের ব্যাটে, জামায় অটোগ্রাফ দিচ্ছেন, আবার তাদের সামনে দাঁড়িয়ে তুলছেন ছবি। এ সময় বেশ হাসিখুশি ও প্রাণবন্ত দেখা গেছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে। দলের জয়ে অবদান রাখা, দেশের মাটিতে আফগানদের বিপক্ষে হওয়া সিরিজের ফর্ম ধরে রাখার আনন্দে বলাই চলে কানাডায় সময়টা দারুণ কাটছে সাকিবের। তাকে পেয়ে ভক্তদের অভিব্যক্তি আরও অসাধারণ, সাকিবকে তো রোজ রোজ এত কাছে পাওয়া যায় না।