হারমানপ্রীতের সমালোচনায় মুখর ভারতীয়রা
বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের আচরণ নিয়ে গত দুদিনে কম আলোচনা-সমালোচনা হয়নি। তার এমন আচরণে বেশ ক্ষুব্ধ বাংলাদেশি সমর্থকরা। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনও রেশ কাটেনি। এবার খোদ ভারতেই তোপের মুখে পড়েছেন হারমানপ্রীত। উগ্র আচরণের কারণে ভারতের সাবেক ক্রিকেটাররাও হারমানকে ধুয়ে দিলেন।
ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদনলাল কড়া ভাষাতেই হারমানকে ধুয়ে দিয়েছেন। এক টুইট বার্তায় হারমানের এমন আচরণ নিয়ে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে হারমানের আচরণ ছিল হৃদয়বিদারক। সে ক্রিকেটার হিসেবে খেলার চেয়ে বড় কেউ নয়। সে ভারত ক্রিকেটের জন্য অসম্মান বয়ে এনেছে। বিসিসিআইয়ের উচিত কঠোর কোনো ব্যবস্থা নেওয়া।’
ধারাভাষ্যকার আনজুম চোপড়া টুইটারে লেখেন, ‘ভারতীয় দল যদি মনে করে কিছু সিদ্ধান্ত তাদের পক্ষে যায়নি, সেটাকে ভিন্নভাবে কি সামাল দেওয়া যেত না? কেন ম্যাচ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অধিনায়ক এভাবে আম্পায়ারিং নিয়ে সরাসরি অসন্তুষ্টি প্রকাশ করলেন? কীভাবে এমনটা হলো। ভারতীয় দলের হতাশার একটা অন্যতম কারণ নিজেদের সেরাটা দিতে না পারা। তবে, সেটা ড্রেসিংরুমেই রাখা দরকার ছিল। এভাবে সবার সামনে প্রকাশ করা মোটেও ঠিক হয়নি।
ক্রিকেটারদের পাশাপাশি ক্রীড়া বিশ্লেষকরাও হারমানের সমালোচনা করেছেন প্রকাশ্যে। ভারতীয় টিভি চ্যালেল আজতাকের উপস্থাপক বিক্রান্ত গুপ্ত বলেন, ‘আম্পায়ারদের সঙ্গে যাই হোক না কেন, হারমানের এমন আচরণ করার প্রয়োজন ছিল না।’ ভারতীয় ক্রিকেট থেকে হারমানকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেওয়ার দাবি তুলেছেন অনেকে। এদিকে, আইসিসি থেকে অন্তত ২ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন এই ক্রিকেটার। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।