বাংলাদেশের বিপক্ষে সেই ঘটনা নিয়ে অনুতপ্ত নন হারমানপ্রীত
গত ২২ জুলাই বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে বাজে মন্তব্য করেছিলেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। শুরুতে আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন তিনি। এরপর আম্পায়ারকে কিছু একটা বলে ছেড়ে যান মাঠ। খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে রীতিমত সীমা ছাড়িয়ে যান। ওই ম্যাচের আম্পায়ারিংকে ‘প্যাথেটিক’ বলে মন্তব্য করেন তিনি।
ম্যাচে দুটি আচরণবিধি লঙ্ঘনের কারণে হারমানপ্রীতকে পরবর্তী দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। সেই ঘটনা নিয়ে বেশ সমালোচনা সইতে হয়েছিল তাকে। কিন্তু, তা নিয়ে তখল মুখ খোলেননি হারমানপ্রীত। তবে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। সেই ঘটনা নিয়ে কোনো অনুশোচনা নেই তার মাঝে বলে জানিয়েছেন এই ক্রিকেটার। খবর ইএসপিএনক্রিকইনফোর।
আজ রোববার (২০ আগস্ট) ইএসপিএনক্রিকইনফোতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ইংল্যান্ডে চলছে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেড। টুর্নামেন্টে ট্রেন্ট রকেটসের হয়ে খেলছেন হারমানপ্রীত। সেখানে ম্যাচের ফাঁকে ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা দ্য ক্রিকেট পেপারের সঙ্গে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে নিজের আচরণ নিয়ে কথা বলেন তিনি।
প্রতিবেদনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি বলব না যে, সে বিষয়টি নিয়ে আমি অনুতপ্ত। কারণ, একজন খেলোয়াড় হিসেবে দিনশেষে আপনি চাইবেন সবকিছু যেন ঠিকঠাক হয়। আমার মনে হয় না একজন খেলোয়াড় কিংবা ব্যক্তি হিসেবে আমি ভুল কিছু বলেছি। আমি কেবল তা-ই বলেছি, যা মাঠে ঘটেছে। তা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।’