মাঠে হঠাৎ সাপ দেখালেন সাকিব, এরপর যা হলো
ফ্যাঞ্চাইজি ক্রিকেটে খুব ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন, সেটি শেষ করে এবার গন্তব্য শ্রীলঙ্কা। লঙ্কান প্রিমিয়ার লিগে গল টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। প্রথম ম্যাচেই আজ সোমবার (৩১ জুলাই) খেলতে নেমেছে গল। ডাম্বুলা অরার বিপক্ষে ম্যাচে একাদশে আছেন সাকিব।
নিজেদের প্রথম ইনিংসে ১৮০ রান করে গল। সেই লক্ষ্যে মাঠে নামে ডাম্বুলা। ম্যাচের মাঝামাঝি বল হাতে আসেন সাকিব। বল করতে যাওয়ার আগে হঠাৎ সতীর্থ ও আম্পায়ারদের কী যেন দেখান সাকিব। দেখা গেল, মাঠে বিশাল এক সাপের প্রবেশ।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিনা নিমন্ত্রণে ঢুকে পড়ে সাপটি। যেন অবসরে খেলা দেখতে এসেছে। ম্যাচের চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় হোক বা নিজের মর্জিতে, কারও কোনো ক্ষতি না করেই এক মিনিটের মধ্যেই চলে গেল সাপটি।
মাঠে সাপের এমন অনাহূত প্রবেশ নিয়ে লঙ্কান প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে তারা সজা করে লেখে, ‘হ্যালো আগন্তুক, তোমার নিমন্ত্রণপত্র কোথায়? এমনকি, শ্রীলঙ্কান বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষও মাঠে সাপের অ্যাকশন থামাতে পারেনি।