সাকিব-লিটনদের ম্যাচসহ টিভিতে আজ যা দেখবেন
আজ শুক্রবার (৪ আগস্ট) লঙ্কা প্রিমিয়ার লিগে মাঠে নামবেন সাকিব আল হাসান। সাকিবের দল গল টাইটান্স খেলবে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে। মাঠে নামবে তাওহিদ হৃদয়ের জাফনা কিংস। অন্যদিকে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে আজ রয়েছে লিটন দাসের সারে জাগুয়ার্সের খেলা। এ ছাড়া, টিভিতে আজ আরও যেসব খেলা দেখা যাবে...
লঙ্কা প্রিমিয়ার লিগ
গল টাইটান্স–কলম্বো স্ট্রাইকার্স
বিকেল ৩ : ৩০ মিনিট, স্টার স্পোর্টস ৩
ডাম্বুলা অরা–জাফনা কিংস
রাত ৮টা, স্টার স্পোর্টস ৩
গ্লোবাল টি–২০ কানাডা
প্লে-অফ
সারে জাগুয়ার্স–ভ্যাঙ্কুভার নাইটস
রাত ৯টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২
মন্ট্রিয়েল টাইগার্স–ব্রাম্পটন উলভস
রাত ১ : ৩০ মিনিট, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২
দ্য হানড্রেড
সাউদার্ন ব্রেভ–ওয়েলস ফায়ার
রাত ১১ : ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫