শিরোপা খরা কাটাতে নতুন কোচ নিয়োগ কোহলিদের
নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন ভারতীয় তারকা বিরাট কোহলি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সিতে ১৬টি আসর খেললেও এখনও কাঙ্খিত শিরোপার দেখা পাননি এই তারকা ব্যাটার। ভাগ্য বদলাতে তাই এবার নতুন কোচ নিয়োগ দিল আরসিবি।
২০২৩ আইপিএলে প্লে অফের আশা জাগিয়েও তার পূরণে ব্যর্থ বেঙ্গালুরু। ষষ্ঠ হয়ে আইপিএল শেষ করেছে কোহলির দল। আর তাই এবার সঞ্জয় ব্যাঙ্গার ও মাইক হেসনের পরিবর্তে জিম্বাবুয়ের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে নিয়োগ দিয়েছে দলটি।
বেঙ্গালুরুর ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে হেসন ও ব্যাঙ্গার ছিলেন প্রধান কোচের দায়িত্বে। এই দুইজনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ আগস্ট। এর আগে ফ্লাওয়ার আইপিএলের আরেক দল লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করেছেন। দলটি তার অধীনে দুইবার প্লেঅফ খেলেছে। এছাড়াও পাঞ্জাব কিংসের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
তাঁর তত্ত্বাবধানে ২০২১ সালে পিএসএল জেতে মুলতান সুলতানস টিম। ২০২২ সালে ট্রেন্ট রকেটস টিমকে দ্য হান্ড্রেডে বিজয়ী করেন। এরপর চলতি বছরে ইন্টারন্যশনাল টি-২০তে অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিংয়ে ট্রফি ওঠে গাল্ফ জায়ান্টসের হাতে। এর পাশাপাশি বহুবার ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের দলকে ফাইনালে তুলেছেন।
এর পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জুকস, আইএলটি টোয়েন্টিতে গালফ জায়ান্টসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। শুধু তাই নয় অ্যাশেজেও অস্ট্রেলিয়া দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। শোনা যাচ্ছে, সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্সকে সাপোর্ট স্টাফ দলে যুক্ত করা হচ্ছে। আরসিবিতে মেন্টর হিসেবে দেখা যাবে দক্ষিণ আফ্রিকান এই ব্যাটিং গ্রেটকে।