পেসারদের উন্নতি করার তাড়নায় মুগ্ধ তাসকিন
একটা সময় ছিল যখন বাংলাদেশের জয়ের পেছনে মূল ভূমিকা পালন করত স্পিনাররা। তবে সময়ের পাশাপাশি বদলেছে প্রেক্ষাপট। এখন স্পিনারদের ছাড়িয়ে বেশিরভাগ ম্যাচেই জয়ের নায়ক তাসকিন-শরিফুলরা। পেসারদের এমন ধারাবাহিকতায় খুশি বাংলাদেশ দলের পেস ইউনিটের ভরসার প্রতীক তাসকিন আহমেদ।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ফটোসেশন শেষে পেসারদের আমূল পরিবর্তন নিয়ে নিজের ভাবনা জানান তাসকিন।
এসময় পেসারদের উন্নতি প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আমাদের ফাস্ট বোলাররা আগের চেয়ে ভালো করছে। নিজেদের উন্নতির জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। সামনে যাতে আরও ভালো কিছু করতে পারি, সেই লক্ষ্যেই আমরা নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি। আসন্ন বিশ্বকাপেও আমরা ভালো কিছু হবে বলে আশা করছি।’
অতীতে বিদেশের মাটিতে অকার্যকর পেস আক্রমণ নিয়ে জবাব দিতে না পারার যে চক্র ছিল, সেখান থেকে বাংলাদেশ দল এখন অনেকটাই ঘুঁরে দাঁড়িয়েছে। পরিকল্পনাতেও এনেছে অনেকটা বদল। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের অধীনে শুধু পেসারদের উন্নতিতে মনোযোগ দেয়নি বিসিবি, দেশের কিছু উইকেট রীতিমতো বদলে দিয়ে পেস আক্রমণের উপযোগী করে তোলার চেষ্টাও করা হচ্ছে।
আসন্ন এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্বটা এবার পেসারদের দিতে হবে। তাসকিন, হাসান, মুস্তাফিজ, শরিফুল, এবাদতদের পাশাপাশি যদি স্পিনাররাও নিজেদের সেরাটা দিতে পারে, তবে বড় কিছুর প্রত্যাশা করতেই পারে বাংলাদেশ।