এশিয়া কাপের দল ঘোষণা কবে?
এশিয়া কাপের আর বেশি সময় বাকি নেই। ৩০ আগস্ট পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে আজ মঙ্গলবার (৮ আগস্ট) থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প।
একই দিন দুপুরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি মিটিং। ধারণা করা হচ্ছিল মিটিং শেষে ঘোষণা করা হবে এশিয়া কাপের স্কোয়াড। কিন্তু, আজ সেই ঘোষণা দেয়নি বোর্ড। বাড়ল অপেক্ষা।
মিটিং শেষে সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এশিয়া কাপের দল ঘোষণার জন্য আমাদের হাতে আরও সময় আছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বেঁধে দেওয়া শেষ সময় ১২ আগস্ট। এর মধ্যেই দল ঘোষণা করা হবে। আমরাই আপনাদের (সাংবাদিকদের উদ্দেশ্য করে) জানিয়ে দেব।’
মূলত, অধিনায়ক নির্বাচন নিয়ে বিসিবির দোলাচলে আটকে আছে এশিয়া কাপের দল ঘোষণা। অধিনায়ক নিশ্চিত হলে দুই-একদিনের মধ্যেও ঘোষণা করা হতে পারে টুর্নামেন্টের স্কোয়াড।
এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। মূল আয়োজক পাকিস্তান হলেও নিরাপত্তা ইস্যুতে ভারত সেখানে যেতে আপত্তি জানালে শ্রীলঙ্কাকে সহ-আয়োজক করা হয়। বিশ্বকাপের কথা মাথায় রেখে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। তা ছাড়া, বিশ্বকাপও ভারতে অর্থাৎ উপমহাদেশের মাটিতে। সব মিলিয়ে, বাংলাদেশের জন্য টুর্নামেন্টটি ভীষণ গুরুত্বপূর্ণ।
দুই গ্রুপে ভাগ হয়ে এবারের এশিয়া কাপে অংশ নেবে ছয়টি দেশ। ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। ‘বি’ গ্রুপে থাকা বাকি তিন দল—শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা।