এশিয়া কাপের দল ঘোষণা করল পাকিস্তান
এবারের এশিয়া কাপের আয়োজক দেশ হওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু, নিরাপত্তা ইস্যুতে বেঁকে বসে ভারত সরকার। কিছুতেই পাকিস্তানে দল পাঠাবে না তারা। অগত্যা সমঝোতার মাধ্যমে এশিযা কাপ আয়োজিত হবে হাইব্রিড মডেলে। পাকিস্তানের সঙ্গে সহ-আয়োজক বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
অনেক জল ঘোলার পর আজ বুধবার (৯ আগস্ট) এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে পিসিবি।
এশিয়া কাপের আগে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজ এ টুর্নামেন্টকে সামনে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। আগামী ২২ থেকে ২৬ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাবর আজমরা।
এরপর ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। বিশ্বকাপের বছর হওয়ায় এবারেরএশিযা কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুলতানে স্বাগতিকরা মুখোমুখি হবে নেপালের।
পাকিস্তান স্কোয়াড (আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপ) : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলি, ইফতিখার আহমেদ, তায়েব তাহির, মোহাম্মদ হারিস, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, সৌদ শাকিল (শুধু আফগান সিরিজের জন্য)।