ফর্মে ফিরতে আগুনের ওপর হাঁটলেন নাঈম শেখ
দীর্ঘদিন ধরেই হাসি নেই জাতীয় দলের ব্যাটার নাঈম শেখের। জাতীয় দলের জার্সিতে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ এই ব্যাটার। সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মত বিগ ইভেন্ট। এর আগেই নিজের মানসিক স্বাস্থ্যের ওপর গুরত্ব দিচ্ছেন এই ক্রিকেটার। ভালো পারফরম্যান্সের জন্য শরীরের সাথে মনের যে দারুণ সমন্বয় প্রয়োজন তা অনুধাবন করে একজন মাইন্ড ট্রেনারের সাথে নিয়মিত কাজ করছেন নাঈম।
মাইন্ড সেশনে এতটাই মানসিকভাবে শক্ত হয়েছেন যে জ্বলন্ত আগুনের উপর দিয়েও হেঁটেছেন অনায়েসেই। আজ শনিবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তেমন চিত্রই দেখা যায়। ক্যাপশন হিসেবে নাঈম লিখেছেন, ‘তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান থেকে অনুপ্রাণিত। সাবিত ইন্টারন্যাশনালকে ধন্যবাদ।’ মূলত আগুনের ওপর হেঁঠে মানসিক শক্তি বাড়ানোর একটি অনুশীলন এটি।
লক্ষ্যে অবিচল থেকে সাফল্যের শিখরে পৌঁছাতে নিজের মনকে নিয়ন্ত্রণ করা জরুরি। তাইতো অনেক স্পোর্টসম্যানদের এভাবে মানসিক শক্তি বাড়ানোর ট্রেনিং করতে দেখা যায়। সাবিত রায়হান নামের জনপ্রিয় একজন মাইন্ড ট্রেইনারের অধীনে নিয়মিত কাজ করছেন নাঈম। এ ছাড়াও সৌম্য সরকার, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস ও তাসকিন আহমেদের মত জাতীয় দলের ক্রিকেটাররাও কাজ করেছেন এই মাইন্ড ট্রেইনারের সাথে।
বাংলাদেশের বাস্তবতায় মাইন্ড ট্রেনিংয়ের মত একটা কঠিন বিষয় নিয়ে কাজ করছে তার প্রতিষ্ঠান সাবিত ইন্টারন্যাশনাল। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশার লোকেরা নিয়মিত তার মাইন্ড সেশনের তালিম নিচ্ছেন। যেসব ক্রিকেটারের সাথে কাজ করছেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন তাসকিন আহমেদের। ক্যারিয়ারের একটা পর্যায়ে নানাভাবে হতাশায় নিমজ্জিত হওয়া এই পেসার নিজেকে নতুন উদ্যমে খুঁজে পান সাবিত রায়হানের সংস্পর্শে। এখন দেখার বিষয় তাসকিনের মতো নাঈমও নিজের পুরণো ছন্দ খুঁজে পান কিনা।