গ্রেগ চ্যাপেলের দৃষ্টিতে বিশ্বকাপের সেমিতে খেলবে যারা
দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আর মাত্র ৪৫ দিনের অপেক্ষা, এরপরই ভারতের মাটিতে বসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের অন্যতম জৌলুসপূর্ণ এই আসর। বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদেরও আগ্রহের যেন শেষ নেই। কেউ কেউ আগেভাগেই ভবিষ্যদ্বাণীও করছেন।
সৌরভ গাঙ্গুলি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, মাইক হাসির পর এবার বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্রেগ চ্যাপেল। রোববার (২০ আগস্ট) ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদন অনুসারে, সম্প্রতি এক অনলাইন সাক্ষাতকারে গ্রেগ চ্যাপেল বিশ্বকাপকে সামনে রেখে নিজের ভাবনা জানিয়েছেন।
ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট হিসেবে এশিয়া থেকে ভারত ও পাকিস্তান এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে বাছাই করেছেন চ্যাপেল।
এই বিষয়ে চ্যাপেল বলেন, ‘বিশ্বকাপটি ভারতে হবে। সে হিসেবে আমার মতে নিজেদের মাটিতে ভারত অবশ্যই ফেভারিট। বাকি তিন দল হিসেবে আমি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানকে বেছে নিয়েছি। আমি এই চারটি দলের পক্ষেই বাজি ধরবো।’ তিনি আরও যোগ করেন, ‘আমার বিশ্বাস শেষ চারের জন্য আমার বাছাই করা চারটি দলই যোগ্য। অংশগ্রহণকারী দলগুলোর শক্তিমত্তা ও পরিস্থিতি বিশ্লেষণ করে দলগুলো বাছাই করেছি আমি। তবে যেহেতু বিশ্বকাপের মঞ্চ তাই এককভাবে কাউকে এগিয়ে রাখা কঠিন।’
আগামী ৫ অক্টোবর শুরু হবে এবারের বিশ্বকাপ। যা শেষ হবে ১৯ নভেম্বর মেগা ফাইনাল দিয়ে। ভারতের ১০টি ভেন্যুতে খেলবে অংশগ্রহণকারী ১০টি দল। ইতোমধ্যেই বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার ও ইংল্যান্ডের মতো ফেবারিট দলগুলো নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে।