প্রধান কোচ ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড
এশিয়া কাপের পরই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ খেলবে দুদল। আর এমন গুরুত্বপূর্ণ সিরিজে দলের সঙ্গে আসছেন না নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড।
গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফের সদস্যদের বিশ্রাম দিচ্ছে বোর্ড। যাতে বিশ্বকাপে তারা মানসিকভাবে চাঙ্গা থাকে। এর ফলে প্রধান কোচ স্টেড আসছেন না বাংলাদেশ সফরে। তার জায়গায় দলের দায়িত্ব সামলাবেন ব্যাটিং কোচ লুক রঙ্কি। আর ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন সাবেক ইংলিশ তারকা ইয়ান বেল।
পাশাপাশি সাবেক ক্রিকেটার ও কোচ স্টিভেন ফ্লেমিংকেও দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। বিশ্বকাপ সফরে তিনি দলের সঙ্গী হবেন। বিশ্বকাপের আগে ওয়ানডে ও বিশ্বকাপ শেষে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে কিউইরা। এই দুই ফরম্যাটেই বিশ্রামে থাকবেন স্টেড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। এরপর ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।