সালাহর জন্য আল-ইত্তিহাদের প্রস্তাব নাকচ করল লিভারপুল
মোহাম্মদ সালাহকে পেতে লিভারপুলকে ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল আল-ইত্তিহাদ। কিন্তু, নিজেদের ক্লাব ইতিহাসের অন্যতম সফল তারকাকে ছাড়বে না বলে জানিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ইএসপিএন।
সৌদি প্রো লিগের দল আল-ইত্তিহাদ সম্প্রতি দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার করিম বেনজেমাকে। সৌদি আরবের জেদ্দা শহরের ক্লাবটি নিজেদের শক্তি বাড়াতে সালাহকে দলে নেওয়ার পরিকল্পনা করেছিল। প্রস্তাব দিয়েছিল লিভারপুলকে। তবে, সেটি গ্রহণ করেনি অল রেডরা।
ইএসপিএনের প্রতিবেদন মতে লিভারপুল জানিয়েছে, শুধু আল-ইত্তিহাদই নয়, সালাহ সংক্রান্ত কোনো ধরণের প্রস্তাব এই মুহূর্তে গ্রহণ করা হবে না।
৩১ বছর বয়সী মিসরীয় ফুটবল তারকা ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন। এখন পর্যন্ত অল রেডদের জার্সিতে ২৫০ ম্যাচে ১৫০ গোল করেছেন তিনি। গত বছর ক্লাবের সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন সালাহ। বর্তমানে লিভারপুলে সাপ্তাহিক সাড়ে তিন লাখ ইউরো বেতন পান তিনি, যা ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলারে পরিণত করেছে তাকে।
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘সালাহর সঙ্গে গত বছর আমরা তিন বছরের চুক্তি নবায়ন করেছি। এখন তিনি ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। এখনও দুই বছর বাকি আছে। তাকে না ছাড়ার ব্যাপারে লিভারপুলের অবস্থান স্পষ্ট।’