সেরাটা দিয়ে এশিয়া কাপ শুরু করতে চায় বাংলাদেশ
ওয়ানডে ক্রিকেটে বরাবরই আশা জাগানিয়া দল বাংলাদেশ। কিন্তু বড় কোনো টুর্নামেন্টে সেই অর্থে সাফল্য পেতে ব্যর্থ। তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশের সামনে পর পর দুটি সুযোগ বড় টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করা। প্রথমে এশিয়া কাপ তারপর বিশ্বকাপ।
যার মধ্যে আগামীকাল বৃহস্পতিবার (৩০ আগস্ট) থেকে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। যার মধ্যে প্রথম ম্যাচে পরীক্ষা দিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে। স্বাগতিকদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই এশীয় শ্রেষ্ঠাত্বের আসর শুরু করতে মুখিয়ে আছে লাল-সবুজের দল। মূল লড়াইয়ে নামার আগে এমনই বার্তা দিয়ে রাখলেন অধিনায়ক সাকিব আল হাসান।
আগামীকাল বাংলাদেশ সময় সাড়ে তিনটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন অধিনায়ক জানালেন, শ্রীলঙ্কাকে কোনোভাবেই ছোট করে দেখছেন না তিনি। শ্রীলঙ্কা প্রসঙ্গে সাকিব বলেন,‘কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। তাদের বেশিরভাগ প্লেয়ার কদিন আগেই এলপিএলে খেলে এসেছে। যারা ভালো করেছে তারাই মূল দলে সুযোগ পেয়েছে। কন্ডিশন বিবেচনায় কাউকে এগিয়ে রাখা কঠিন। পিচের আচরণ কেমন হয়, সেটা না খেলে বলা কঠিন। নিজেদের কন্ডিশনে ওরা জিততে মুখিয়ে থাকবে, তাই জিততে হলে আমাদের নিজেদের সেরাটাই দিতে হবে।’
বাংলাদেশ দল প্রসঙ্গে সাকিব বলেন,‘আমার দলের ওপর ভরসা আছে। আমাদের বোলারদের যেহেতু অভিজ্ঞতা আছে, সেটা আমরা হয়তো কাজে লাগাতে পারব। আসলে আমি একটা ডিপার্টমেন্টের ওপর নির্ভর করে জিততে চাই না। আমার কাছে মনে হয় আমাদের পেস বোলিং, স্পিনার, ব্যাটার ও ফিল্ডার সবগুলো বিভাগেই ভালো খেলতে পারলে ভালোভাবে জেতা সম্ভব। নিজে অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই। শুধু পেস বোলাররা বা ব্যাটাররা আমাদের জিতিয়ে দেবে এমনটা নয়। আমরা সব বিভাগে ভালো খেলেই জিততে চাই।’