ফিলিপাইনের কাছেও হারল বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে ‘এইচ’ গ্রুপ থেকে আগেই বাদ পড়েছিল বাংলাদেশ। ফিলিপাইনের বিপক্ষে ম্যাচটি ছিল শুধু নিয়মরক্ষার। সেই ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশ। প্রতিযোগিতায় সব ম্যাচ হেরে দেশে ফিরছে জুলফিকার মাহমুদ মিন্টুর দল।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থাইল্যান্ডের চনবুরিতে ফিলিপাইনের বিপক্ষে ১-০ গোলে হেরে টানা তৃতীয় হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই গ্রুপসঙ্গী ছিল থাইল্যান্ড ও মালয়েশিয়া। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে থাইদের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৩-০ গোলে।
আজ ফিলিপাইনের বিপক্ষে প্রথমার্ধে ভালোই করেছিল বাংলাদেশ। প্রতিপক্ষকে কোনও গোল করতে দেয়নি বাংলাদেশ। রক্ষণটা ঠিকঠাক করতে পেরেছিল। তবে বিরতির পর তাদের সব প্রতিরোধ ভেঙে পড়ে। ম্যাচের ৫৬তম মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল হজম করে লাল সবুজের প্রতিনিধিরা। পেনাল্টি কিক থেকে ফিলিপাইনের হয়ে লক্ষ্যভেদ করেন গাভিন মুনেস। যদিও পরবর্তীতে ম্যাচে সমতা আনার সুযোগ পেলেও সফল হতে পারেনি মিন্টুর দল। শেষমেশ ১-০ গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়।
স্ট্রাইকারদের ব্যর্থতায় প্রথম দুই ম্যাচে হেরেছে ফিলিপাইনও। তবে, বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে আসর শেষ করল তারা। এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বাংলাদেশের অতীত রেকর্ড সুখকর নয়। গত আসরে শীর্ষ কোচ মারুফুল হক অনেক সময় নিয়ে অনুশীলন করিয়েও সফল হয়নি, এবার মিন্টুও ব্যর্থ হলেন।