৫০ মাসের অপেক্ষা আরও বাড়ালেন সাকিব
১৭ জুন ২০১৯, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর চার বছরের বেশি সময় কেটে গেলেও ওয়ানডে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পাননি নাম্বার সেভেন্টি ফাইভ। মাঝে দুবার নার্ভাস নাইনটিতে গিয়েও হয়েছেন হতাশ। এবার এশিয়া কাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করার সুযোগ আসলেও তা হাতছাড়া করেছেন সাকিব।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ অডার্র ব্যাটারদের ব্যর্থতায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে মিডল অর্ডারে তাওহিদ হৃদয়কে নিয়ে দারুণ এক জুটি গড়েন সাকিব। এই দুইজনের ১০১ রানের জুটিতে ভর করে ভারতকে ভালোই জবাব দিচ্ছিল বাংলাদেশ।
তবে দলীয় ১৬০ রানে সাকিবের বিদায়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। ৮৫ বলে ৮০ করে সাজঘরে ফেরেন সাকিব। তবে বিশ্বকাপের আগে এমন ইনিংস নিসন্দেহে সাকিবকে বাড়তি আত্নবিশ্বাস জোগাবে।