একাধিক চমক রেখে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা
এশিয়া কাপের ব্যস্ততা শেষ। সামনে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। আর এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। অধিনায়ক সাকিব আল হাসানসহ নিয়মিত তারকাদের বড় অংশ থাকছেন বিশ্রামে। চোট কাটিয়ে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক তামিম। ফিরেছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা সৌম্য সরকারও।
অনেকদিন ধরেই মাহমুদউল্লাহকে দলে ফেরানোর দাবি জানিয়ে আসছিলেন ভক্তরা। সেই দাবি অবশেষ পূরণ হয়েছে। দলে ফিরেছেন রিয়াদ। তবে নিউজিল্যান্ড সিরিজে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই অলরাউন্ডার, সেটাই এখন দেখার বিষয়। এই সিরিজে সাকিবের পাশাপাশি বিশ্রামে থাকবেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদের মতো জাতীয় দলের তারকারা। মূলত, বিশ্বকাপকে সামনে রেখেই তাদের বিশ্রাম দিয়েছে বিসিবি।
সূচি অনুযায়ী আগামীকাল রোববার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশে আসবে কিউইরা। এরপর তিন দিন অনুশীলন শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।