ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন ঢাকায়
বিশ্বকাপের বাকি আর মাত্র ১৮ দিন। অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে এই দুই দল। সেই লক্ষ্যে দুই দফায় ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দ্বিতীয় বহরে ১২ জন ক্রিকেটার ও কর্মকর্তা নিউজিল্যান্ড থেকে ঢাকায় এসেছেন। এর আগে প্রথম দফায় শনিবার রাতে লন্ডন থেকে ঢাকায় আসেন ১১জন কিউই ক্রিকেটার ও কর্মকর্তা। যারা সদ্য ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশ নিয়েছেন।
লকি ফার্গুসনকে অধিনায়ক করে এই সিরিজে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে কিউইরা। এখন পর্যন্ত এক ম্যাচেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেননি তিনি। দলে নতুন মুখ ডিন ফক্সক্রফট।
বাংলাদেশে নিউজিল্যান্ডের ওয়ানডে রেকর্ডটা সুখকর নয়। এর আগে বেশ কবার বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে নিউজিল্যান্ডকে। সেই কথা মাথায় থাকলেও বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের বিশ্রাম দিতেই বাংলাদেশে পাঠায়নি বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ সেপ্টেম্বর। ২৩ এবং ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের পরের দুই ম্যাচ।
নিউজিল্যান্ড দল:
লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।