নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের প্রধান কোচ নিক পোথাস
ব্যর্থ এশিয়া কাপ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের নজর এখন বিশ্বকাপে। ৫ অক্টোবর থেকে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের এই সিরিজে প্রথম দুই ম্যাচে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস।
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিসিবির মিডিয়া সেন্টারে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।
এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলের সঙ্গে থাকবেন না। তার স্ত্রীর মেজর একটি সার্জারি আছে। এ সময় স্ত্রী ও পরিবারের পাশে থাকতে অস্ট্রেলিয়ায় আছেন তিনি। হাথুরুসিংহে দলের সঙ্গে যোগ দেবেন ২৬ সেপ্টেম্বর। এর আগে প্রথম দুই ম্যাচের জন্য নিক পোথাসকে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব দিয়েছি আমরা।’
এশিয়া কাপ শেষে বাংলাদেশ দল দেশে ফিরলেও দলের সঙ্গে ফেরেননি হাথুরুসিংহে। থেকে যান নিজ দেশ শ্রীলঙ্কাতে। পরবর্তীতে সেখান থেকে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে যান তিনি।
চলতি বছর এপ্রিলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পান সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার নিক পোথাস। প্রায় এক দশকের কোচিং ক্যারিয়ারে পোথাস ২০১৭-১৮ সালে শ্রীলঙ্কা ও ২০১৮-১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২১ সেপ্টেম্বর। ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের পরের দুই ম্যাচ।