মাহমুদউল্লাহ-সৌম্যদের নিয়ে আশাবাদী অধিনায়ক লিটন
একটা সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। তবে দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় দুইজনই লম্বা সময় ধরে দলের বাইরে। স্বস্তির খবর নিউজিল্যান্ড সিরিজের দলে দুজনকেই বিবেচনা করেছে নির্বাচকরা। একাদশে সুযোগ মিললে অভিজ্ঞ এই দুই ক্রিকেটার থেকে সেরাটাই চান অধিনায়ক লিটন কুমার দাস।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলেন অধিনায়ক লিটন। এসময় মাহমুদউল্লাহ ও সৌম্য প্রসঙ্গে নিজের ভাবনাও জানান এই ডানহাতি ব্যাটার।
মাহমুদউল্লাহ-সৌম্য প্রসঙ্গে লিটন বলেন, ‘দলে তাদের ভূমিকা কি থাকবে, সেটা নিয়ে বলতে চাই না। আসলে সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করে। যদি আমাদের তাড়াতাড়ি উইকেট পড়ে যায়, ৩০-৩৫ ওভারের সময় রিয়াদ ভাই ব্যাটিংয়ে যায়, তাহলে উনি ওনার মতোই খেলবেন। ওনি ভালো জানেন, কি করতে হবে। সৌম্যর ক্ষেত্রেও একই অবস্থা। যে সুযোগ পাবে, সেই রান করার চেষ্টা করবে। শুধু তারা দুজনই নয়, প্রত্যেক ব্যাটারই রান করার জন্য খেলতে নামে’।
বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদের মতো তারকা ক্রিকেটারদের। দলে নিয়মিত ক্রিকেটাররা না থাকলেও নতুন যারা সুযোগ পেয়েছেন এটা তাদের জন্য বড় সুযোগ বলে মনে করছেন লিটন।
লিটন বলেন, ‘এই সিরিজে তাওহিদ হৃদয়, নাসুম আর শেখ মেহেদী বাদে প্রায় সবাই অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। আমি নিজেও নিয়মিত দলে ছিলাম না। এটা তাদের জন্য বড় সুযোগ। কারণ সামনে যেহেতু বিশ্বকাপ, সবাইকে দেখার একটা সুযোগ আছে।’