শেরেবাংলার উইকেটের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে বাংলাদেশ সফরে অধিনায়কত্ব করবেন লোকি ফার্গুসন। কিউই এই পেসার এর আগে বাংলাদেশে আসেননি কখনও। প্রথম সফরেই অধিনায়কের দায়িত্ব, সেটি আবার বিশ্বকাপের আগ মুহূর্তে সর্বশেষ প্রস্তুতি সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটেও এর আগে পালন করেননি অধিনায়কত্ব।
সবমিলিয়ে কেমন অনুভব করছেন ফার্গুসন, ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সেটিই জানালেন তিনি। মিরপুর শেরেবাংলায় সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথমবার বাংলাদেশে আসতে পেরে ভীষণ রোমাঞ্চিতবোধ করছেন।
ফার্গুসন বলেন, ‘এখানে আসতে পেরে ভীষণ রোমাঞ্চিত। প্রথমবার বাংলাদেশে এলাম। তবে, বাংলাদেশে প্রথম এলেও এর আগে উপমহাদেশের মাটিতে খেলেছি। মিরপুরের উইকেট সম্পর্কে শেন জার্গেনসন ও যারা আগে খেলেছে তাদের কাছ থেকে জেনেছি। এখানে খেলতে মুখিয়ে আছি।’
মিরপুরের উইকেট সবসময় ধীরগতির। এখানে ব্যাটিং-বোলিং, দুই বিভাগেই যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। সে প্রসঙ্গে কিউই অধিনায়ক বলেন, ‘এখানকার কন্ডিশন ভিন্ন। কিন্তু, উপমহাদেশে খেলার অভিজ্ঞতা আছে আমাদের। আমি মিরপুরে ইংল্যান্ড ম্যাচের হাইলাইটস দেখেছি। সেখানে দেখলাম পেসাররা বেশ কিছু ভালো উইকেট নিয়েছে। আর সবসময় যে বোলারদের উইকেট নিতে হবে এমনটি নয়, রান আটকানোর ব্যাপারও আছে। তা ছাড়া, স্পিনাররা এখানে ভালো করে। আশা করি, আগামীকাল আমাদের বোলাররা ভালো করতে পারবে।’