বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে কাল বৃষ্টির সম্ভাবনা কতটা?
কদিন বাদেই মাঠে গড়াবে বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে বাংলাদেশকে পরীক্ষা দিতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)।
তবে ম্যাচটিকে ঘিরে খারাপ খবর দিচ্ছে আবহাওয়া। কারণ ম্যাচটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটা। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেটি মাঠে গড়াবে দুপুর ২টায়।
অ্যাকুয়া ওয়েদারের তথ্য মতে, আগামীকাল ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮২ শতাংশ। যা থামতে পারে বিকেল ৫ নাগাদ। এরপরও মেঘলা কন্ডিশন থাকবে বেশিরভাগ সময়।
এদিকে সিরিজটিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছে দুদলই। নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন বলেছেন, ‘আমরা পেশাদার খেলোয়াড়। সামনে যে ম্যাচ আছে তা নিয়ে ভাবি। এটি আমাদের জন্য অনেক বড় ও চ্যালেঞ্জিং একটি সিরিজ। আমার দৃষ্টিকোণ থেকে, এটি বিশ্বকাপের জন্য আমাদের তৈরি হতে সাহায্য করবে। একই সময়ে, আমাদের এই সিরিজেও সমানভাবে মনযোগ দিতে হবে।’
সিরিজটি নিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘এই সিরিজ নিয়ে কাজ করার তো সুযোগ নেই। যা করার মানসিকভাবে করতে হয়েছে, মাইন্ড গেম খেলতে হয়েছে। দেখি কতটুকু সফল হওয়া যায়। টেকনিক্যালি তো কিছু করতে পারিনি, গত কিছুদিন অনুশীলন করতে পারিনি। জানি না আজও কতটুকু প্র্যাকটিস করতে পারব। হয়তো প্র্যাকটিস ছাড়াই মূল ম্যাচে খেলা লাগতে পারে। এটা মানসিকতার খেলা।’
সূচি অনুযায়ী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।