যে কারণে বাংলাদেশ সিরিজকে গুরুত্ব দিচ্ছে নিউজিল্যান্ড
ওয়ানডে বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র ১৫ দিন। তার আগে সর্বশেষ সিরিজে মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। আগামীকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে মিরপুর শেরেবাংলায় শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যে সিরিজের পুরোটাজুড়ে দুদলেই থাকছে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার তাড়না।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমরা পেশাদার খেলোয়াড়। সামনে যে ম্যাচ আছে তা নিয়ে ভাবি। এটি আমাদের জন্য অনেক বড় ও চ্যালেঞ্জিং একটি সিরিজ। আমার দৃষ্টিকোণ থেকে, এটি বিশ্বকাপের জন্য আমাদের তৈরি হতে সাহায্য করবে। একই সময়ে, আমাদের এই সিরিজেও সমানভাবে মনযোগ দিতে হবে।’
ঘরের মাঠে বাংলাদেশ সবসময়ই শক্তিশালী দল। বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ডও কথা বলছে স্বাগতিকদের হয়ে। বাংলাদেশে খেলা সর্বশেষ সাত ওয়ানডেতে জয় নেই কিউইদের। এমন পরিস্থিতিতে অধিনায়ক লোকি ফার্গুসনের চ্যালেঞ্জটা আরও বেশি। বাংলাদেশে এটিই তার প্রথম সফর।
সার্বিক বিষয়ে কিউই অধিনায়ক বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ কতটা শক্তিশালী দল তা আমরা জানি। এটি বেশ কঠিন সিরিজ হতে চলেছে। প্রথমবার এখানে খেলব আমি। অনেক কিছু শেখার আছে। ছেলেরা পুরো সিরিজ খেলতে ভীষণভাবে মুখিয়ে আছে।’