মাইন্ড গেম খেলে সফল হওয়ার চেষ্টায় লিটন
এশিয়া কাপ শেষে কদিন আগে দেশে ফিরেছে বাংলাদেশ। ফিরেই মাঠে নামতে হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে। যার আগে প্রস্তুতির সময় খুব একটা পায়নি বাংলাদেশ। প্রথমত, সময় ছিল খুব কম। দ্বিতীয়ত, ম্যাচের আগের দিন সমস্যা তৈরি করেছে বৃষ্টি।
সবমিলিয়ে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি খুব একটা নিতে পারেনি বাংলাদেশ। এই সিরিজে তাই মানসিকভাবেই বেশি প্রস্তুত নিতে হচ্ছে ক্রিকেটার। অধিনায়ক লিটন দাসও জানালেন, প্রস্তুতির যেহেতু সময় পাননি তাই মাইন্ড গেম খেলেই লক্ষ্য হওয়ার প্রত্যাশা তাদের।
আগামীকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তার আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘আসলে এই সিরিজের আগে কাজ করার তো সুযোগ নেই। যা করার মানসিকভাবে করতে হয়েছে, মাইন্ড গেম খেলতে হচ্ছে। দেখি কতটুকু সফল হওয়া যায়। টেকনিক্যালি তো কিছু করতে পারিনি, গত কিছুদিন অনুশীলন করতে পারিনি। জানি না আজও কতটুকু প্র্যাকটিস করতে পারব। হয়তো প্র্যাকটিস ছাড়াই মূল ম্যাচে খেলা লাগতে পারে। এটা মানসিকতার খেলা।’
বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদের মতো তারকা ক্রিকেটারদের। দলে নিয়মিত ক্রিকেটাররা না থাকলেও নতুন যারা সুযোগ পেয়েছেন এটা তাদের জন্য বড় সুযোগ বলে মনে করছেন লিটন।
লিটন বলেন, ‘এই সিরিজে তাওহিদ হৃদয়, নাসুম আর শেখ মেহেদী বাদে প্রায় সবাই অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। আমি নিজেও নিয়মিত দলে ছিলাম না। এটা তাদের জন্য বড় সুযোগ। কারণ সামনে যেহেতু বিশ্বকাপ, সবাইকে দেখার একটা সুযোগ আছে।’