ওপেনিংয়ে তামিমের সঙ্গী হবেন কে?
বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলায় দুপুর ২টায় মাঠে নামবে দুদল। ওয়ানডে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সিরিজ এটি। সিরিজে তাই বাড়তি কিছু করার তাড়না আছে উভয় দলেই। নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হলেও বাংলাদেশ করবে এই সিরিজের পর। তাই, সিরিজে চোখ থাকবে সবার ওপর।
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজটিতে বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানসহ মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং পেসত্রয়ী তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে। চোট ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে দলে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিতর্কের অবসান ঘটিয়ে স্কোয়াডে রাখা হয়েছে মাহমুদউল্লাহকে। ফিরেছেন সৌম্য সরকারও।
তামিম ইকবালের ফেরা মানে ওপেনিংয়ে একজন ব্যাটার নিশ্চিত থাকা। কিন্তু, তামিমের অপর সঙ্গী কে হবেন সেটি নিয়ে জেগেছে কৌতূহল। কারণ, বাংলাদেশ দলের এই স্কোয়াডে স্বীকৃত ওপেনার আছেন ছয়জন। তামিম ছাড়াও আছেন লিটন দাস, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম ও জাকির হাসান। প্রত্যেকেরই ব্যাটিং পজিশনের প্রথম পছন্দ ওপেনিং।
এবারের এশিয়া কাপে তামিমের অনুপস্থিতিতে বাংলাদেশ ওপেনিং নিয়ে বেশ ধুঁকেছে। একাধিকবার বদলেছে ওপেনিং কম্বিনেশন। তামিম ফেরায় একজন নিশ্চিত হয়েছে। লিটন, সৌম্য, এনামুলরা তামিমের সঙ্গে আগে ইনিংস শুরু করলেও তানজিদ তামিম ও জাকির হাসান দুজনই নতুন। তানজিদ এশিয়া কাপে দুই ম্যাচ খেলেছেন। জাকিরের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। তবে, তিনটি টেস্ট ও একটি টি-টোয়েটি খেলেছেন বাংলাদেশের হয়ে। ম্যাচগুলোতে তিনি ওপেন করেছিলেন।
সিরিজে সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। লিটন তাই দলে নিশ্চিত। তামিম ইকবালের ফেরা মানে তারও একাদশে থাকার নিশ্চয়তা আছে। বাকি চার ওপেনার একাদশে থাকবেন কি না সেটি জানা যাবে ম্যাচের আগে। যদিও এতটুকু নিশ্চিত, চারজনের সবাই খেলবেন না। সেক্ষেত্রে, ওপেনিংয়ে তামিম-লিটনের পুরোনো জুটিকেই আবার দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি।