বাংলাদেশ একাদশে ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ
বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুদল। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন দাস।
চোট ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে দলে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিতর্কের অবসান ঘটিয়ে স্কোয়াডে রাখা হয়েছে মাহমুদউল্লাহকে, ফিরেছেন সৌম্য সরকারও। তিনজনই আছেন আজকের ম্যাচের একাদশে। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজটিতে বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানসহ মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং পেসত্রয়ী তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে।
দলে সুযোগ পেয়েছেন তরুণরা। নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হলেও বাংলাদেশ করবে এই সিরিজের পর। তাই, এই সিরিজে চোখ থাকবে সবার ওপর।
টসে জিতে বোলিং নেওয়ার বিষয়ে লিটন বলেন, ‘গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। উইকেটে আশা করি বোলাররা সুবিধা পাবে। পেসার ও স্পিনার মিলিয়ে আমাদের দারুণ সমন্বয় আছে বোলিং বিভাগে। বাকিটা দেখি কী হয়।’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।