বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে ফের বৃষ্টির বাধা
ম্যাচের শুরু থেকেই বারবার বাধা সৃষ্টি করছে বৃষ্টি। নিউজিল্যান্ডের ৩৪তম ওভারে ফের নামল বৃষ্টি। ১৮ মিনিটের মধ্যে দুই দফায় বৃষ্টি নেমে আপাতত বন্ধ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে।
নাসুমের জোড়া উইকেট, বিপদে নিউজিল্যান্ড
জমে যাওয়া উইকেট হারানোর পর স্বস্তি নেই নিউজিল্যান্ড। নিজের দ্বিতীয় স্পেলে বল হাতে এসে কিউইদের জোড়া ধাক্কা দিলেন নাসুম আহমেদ। প্রথমে তুলে নিলেন ফিন অ্যালানকে, পরে আউট করলেন রাবিচ রবীন্দ্রকে। ৩১তম ওভারের দ্বিতীয় বলে ইয়ংয়ের প্রতিরোধ ভাঙেন নাসুম। ওপেনিংয়ে নামা ইয়ংকে ফেরান ৫৮ রানে। এরপর এলবির ফাঁদে ফেলেন উইকেটে আসা রবীন্দ্রকে। দ্রুত উইকেট হারিয়ে বিপদে নিউজিল্যান্ড।
ফের মুস্তাফিজের আঘাত, স্বস্তিতে ফিরল বাংলাদেশ
লম্বা সময় ধরে থিতু হয়ে ছিল নিউজিল্যান্ডের তৃতীয় উইকেট জুটি। এই জুটি রীতিমতো বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। অবশেষে জমে যাওয়া জুটিটি ভেঙে স্বস্তি ফেরালেন মুস্তাফিজ। হেনরি নিকোলসকে আউট করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরালেন বাঁহাতি পেসার।
শতরান ছাড়িয়েছে নিউজিল্যান্ড, উইকেটের খোঁজে বাংলাদেশ
উইল ইয়ং ও হেনরি নিকোলসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। দুজনেই উইকেটে থিতু হয়ে গেছেন। জমে যাওয়া এই জুটিতে দলীয় রান ১০০ ছাড়িয়েছে সফরকারীরা। শুরুর দুই উইকেটের পর এখনো পায়নি বাংলাদেশ।
মন্থর উইকেটে ধুঁকছে নিউজিল্যান্ড
বৃষ্টির পর মিরপুর শেরেবাংলার উইকেটের আচরণ আরও মন্থর। জোড়া উইকেট হারানোর ধাক্কা সামলে উইকেটে থিতু হলেও রান তুলতে ধুঁকছে নিউজিল্যান্ড। বাংলাদেশি বোলারদের আঁটসাঁট বোলিংয়ে চাপে আছে সফরকারীরা।
মুস্তাফিজের জোড়া আঘাতে ব্যাকফুটে নিউজিল্যান্ড
বৃষ্টির পর মাঠে নেমেই নিউজিল্যান্ডকে চাপে ফেলে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। খেলা শুরুর ছয় মিনিটের মাথায় ফিন অ্যালানের উইকেট তুলে নেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের বলে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন অ্যালান। করেন ২০ বলে ৯ রান। অ্যালানের বিদায়ের পর ওয়ানডাউনে নামা চ্যাডকে ফিরিয়েছেন মুস্তাফিজ।
১২৮ মিনিট পর ফের লড়াইয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ড
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের শুরুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ম্যাচের পঞ্চম ওভারেই নামে বৃষ্টি। তাতে খেলা বন্ধ থাকে প্রায় ১২৮ মিনিট। দীর্ঘ ২ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে মাঠে গড়ালো দুদলের লড়াই। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্যও কমে এসেছে ৪২ ওভারে।
এই ম্যাচকে ঘিরে বৃষ্টির সম্ভাবনা ছিল আগেই। সেতৈ সত্যি হলো। ম্যাচ মাঠে গড়ানোর কিছুক্ষণ পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায়। অবশ্য ম্যাচটিকে ঘিরে গতকালই খারাপ খবর দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। অ্যাকুয়া ওয়েদারের তথ্য মতে, ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮২ শতাংশ। মেঘলা পরিবেশ থাকবে বেশিরভাগ সময়।
কিন্তু, ম্যাচের আগে আকাশে রোদ থাকলেও খেলা শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই বৃষ্টি নামে। নিউজিল্যান্ড ইনিংসের ৪.৩ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি এলে বন্ধ হয় খেলা। এ সময়ে কোনো উইকেট না হারিয়ে কিউইদের সংগ্রহ ৯ রান।
বাংলাদেশ একাদশে ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ
এ ম্যাচ দিয়ে চোট ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে দলে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিতর্কের অবসান ঘটিয়ে স্কোয়াডে রাখা হয়েছে মাহমুদউল্লাহকে, ফিরেছেন সৌম্য সরকারও। তিনজনই আছেন আজকের ম্যাচের একাদশে। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজটিতে বিশ্রামে রাখা হয়েছে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানসহ মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও পেসত্রয়ী তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুদল। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিটন দাস।
টসে জিতে বোলিং নেওয়ার বিষয়ে লিটন বলেন, ‘গত কয়েকদিন বৃষ্টি হয়েছে। উইকেটে আশা করি বোলাররা সুবিধা পাবে। পেসার ও স্পিনার মিলিয়ে আমাদের দারুণ সমন্বয় আছে বোলিং বিভাগে। বাকিটা দেখি কী হয়।’