মোস্তাফিজের বোলিং ঝলকে মুগ্ধ নিক পোথাস
দীর্ঘদিন পর কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দেখা গেল তার চেনা ছন্দে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হলেও বোলিংয়ে নজর কেড়েছেন মোস্তাফিজ। স্লোয়ার, কাটারের ব্যবহারটা করেছেন ভালোভাবেই। সবমিলিয়ে বিশ্বকাপের আগে মোস্তাফিজের ফর্মের ফেরার ইঙ্গিত স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ নিক পোথাস মোস্তাফিজের ভূয়সী প্রশংসা করেন।
মোস্তাফিজ প্রসঙ্গে পোথাস বলেন, ‘তার বোলিং খুবই রোমাঞ্চকর ছিল। গত কিছুদিন ধরেই সে নিজের ছন্দে ফেরার চেষ্টা করছিল। আজকের ম্যাচে তাকে দেখে মনে হয়েছে সে ভালো অবস্থানে আছে। বিশেষ করে ডেথ ওভারে তার বোলিং সামর্থ্য নিয়ে আমরা সবাই জানি। সে বিশ্বসেরাদের একজন। নতুন বলে সে অনেক পরিশ্রম করেছে। এবং আজকের ম্যাচে সেটার প্রতিফলন আমরা দেখতে পেরেছি।’
৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৬ রান তোলে নিউজিল্যান্ড। আর ৭ ওভার বল করে ২৭ রান খরচায় ৩ উইকেট নেন দ্য ফিজ। পেয়েছেন একটি মেডেনও।
উইকেটের শুরুটা হয় মোস্তাফিজের হাত ধরেই। প্রথম দফায় বৃষ্টি বিরতির পর প্রথম ওভারেই ওপেনার ফিন অ্যালেনকে ব্যাক অব দ্য লেংথ থেকে স্লোয়ার ডেলিভারিতে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন। দ্বিতীয় উইকেটের জন্য মোস্তাফিজকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তিনে নামা চ্যাড বস লাফিয়ে ওঠা একটি বলে ধরাশায়ী হন।
মোস্তাফিজের পাশাপাশি ভালো বল করেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ৮ ওভারে তিন মেডেনে ২১ রানে ২টি উইকেট নিয়েছেন তিনি। খেলা পরিত্যক্ত হওয়ায় ব্যাটারদের পরখ করে নেওয়ার প্রথম সুযোগ হারাল বাংলাদেশ। তবে তিন ম্যাচের সিরিজ হওয়ায় এখনও পরখের সুযোগ রয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে।