দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলে সুখবর
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। দুই দফা মুষলধারে বৃষ্টি হওয়ার পর খেলা আর মাঠে গড়ায়নি।
আগামীকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
প্রথম ওয়ানডেতে বিশ্রামে ছিলেন বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা হাসান মাহমুদ। দ্বিতীয় ওয়ানডের আগে তাকে ফিরিয়ে আনা হয়েছে দলে। আজ শুক্রবার সন্ধ্যায় নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে হাসানের দলে অন্তর্ভুক্তির বিষয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, কারও পরিবর্তে নয়, হাসান স্কোয়াডে ঢুকেছেন বাড়তি খেলোয়াড় হিসেবে।
সম্প্রতি বাংলাদেশের পেস আক্রমণ হয়ে উঠেছে গতিশীল ও ভারসাম্যপূর্ণ। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের ছোঁয়ায় রীতিমতো বদলে গেছে পেস ইউনিট। হাসান যেখানে দলের অন্যতম অস্ত্র। তা ছাড়া, মিরপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কালও। এমন উইকেটে পেসাররা একটু বাড়তি সুবিধা পেয়ে থাকেন।
প্রথম ওয়ানডেতে যেমন পুরোনো ছন্দে দেখা গিয়েছে মুস্তাফিজুর রহমানকে। সাত ওভারে এক মেডেনসহ ২৭ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। মুস্তাফিজের বলে কিউই ব্যাটারদের বেশ ধুঁকতে দেখা গেছে। সবমিলিয়ে, পেসার হাসানের দলে অন্তর্ভুক্তি পেস আক্রমণের শক্তি বাড়ানোরই কৌশল। যা মাঠে নামার আগে দলের জন্য সুখবরই বটে।