একাদশে হাসান মাহমুদ, বাদ সোহান
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) মাঠে নেমেছে দুদল। সিরিজের প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। বৃষ্টির শঙ্কা আছে আজও। সেটি মাথায় রেখেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
আজকের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহান ও তানজিম হাসান সাকিবের বদলে একাদশে এসেছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। আজকের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হচ্ছে ৩১ বছর বয়সী মিডিয়াম পেসার খালেদের।
ভেজা পিচে বোলিংয়ের পূর্ণ সুবিধা নিতে একাদশে আনা হয়েছে দুজন পেসার। আগের ম্যাচে মুস্তাফিজুর রহমান ছিলেন দারুণ ছন্দে। পাশাপাশি স্পিনার নাসুম আহমেদও বেশ ভালো বোলিং করেছেন। পেসার মুস্তাফিজুর রহমানের শিকার তিন উইকেট, নাসুম আহমেদ পান দুই উইকেট।
টসে হেরে বোলিং পেয়েও তাই হতাশ নন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘টসে জিতলে আমিও বোলিং নিতাম। বোলিং পেয়ে তাই হতাশ নই। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলব। দেখি আগের ম্যাচের মতো সুবিধা পাই কিনা।’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।