ম্যাচ হারের কারণ জানালেন লিটন
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশের জন্য পরীক্ষা-নিরীক্ষার। জাতীয় দলের নিয়মিত অনেক ক্রিকেটারকে ছাড়াই কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। যদিও প্রস্তুতিটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। দলের এমন হারের কারণ জানালেন অধিনায়ক লিটন দাস।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দ্বিতীয় ওয়ানডে শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ম্যাচ হারের কারণ হিসেবে ব্যাটাদের দায়িত্ব নিতে না পারাকেই দেখছেন লিটন।
লিটন বলেন,‘নিউজিল্যান্ডের ব্যাটাররা ভালো ব্যাটিং করেছে। বিশেষ করে লেজের সারির ব্যাটাররা। ব্যাটিংয়ের জন্য উইকেট খারাপ ছিল না। আমরাই নিজেদের সেরাটা দিতে পারিনি। আমাদের সিনিয়র ক্রিকেটাররা ভালো করেছেন। তবে যেকোনো একজনের ৮০-১০০ করা প্রয়োজন ছিল।’
বাংলাদেশের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি কিউইদের বোলারদের, বিশেষ করে ইশ শোধির সামনে। একাই ৩৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। এই প্রথম নিউজিল্যান্ডের কোনো স্পিনার আন্তর্জাতিক ওয়ানডেতে ৬ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালো। এর আগে ব্যাট হাতে ৩৯ বলে ৩৫ রান করেছিলেন তিনি। সব মিলিয়ে ইশ শোধির অলরাউন্ড নৈপুণ্যের কাছেই হারতে হলো বাংলাদেশকে।
এই হারে বিশ্বকাপের আগে সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। একে তো এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এরপর এবার যদি ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারে লাল-সবুজের প্রতিনিধিরা তবে তা নিঃসন্দেহে বড় ধাক্কা হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের জন্য। সিরিজের তৃতীয় ওয়ানডে আগামী মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)।