বিশ্বকাপের সেমিতে যাদের দেখছেন হাশিম আমলা
দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আর মাত্র ১০ দিন পরই ভারতের মাটিতে বসতে যাচ্ছে এই ক্রিকেট মহাযজ্ঞ। এরই মধ্যে জার্সির পাশাপাশি অংশগ্রহনকারী বেশিরভাগ দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। এখন অপেক্ষা শুধু খেলা মাঠে গড়ানোর।
কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা খেলবে সেমিফাইনাল; সেগুলো নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষন। এর আগে নিজেদের মতামত জানিয়েছেন মুত্তিয়া মুরালিধরন, ক্রিস গেইল, গ্লেন ম্যাকগ্রা, মোহাম্মদ আমির, বীরেন্দর শেবাগ, এবিডি ভিলিয়ার্স, আকাশ চোপড়া, সৌরভ গাঙ্গুলী, অ্যাডাম গিলক্রিস্ট, অর্জুনা রানাতুঙ্গার মতো ক্রিকেটের সাবেক তারকারা। এবার সেই দলে যোগ দিলেন নিজের সময়ের অন্যতম সেরা ব্যাটার হাশিম আমলা।
গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপকে সামনে রেখে নিজের ভাবনা জানিয়েছেন আমলা। এ সময় আমলা বেছে নেন বিশ্বকাপের সম্ভাব্য চার সেমিফাইনালিস্টকে।
এই প্রসঙ্গে আমলা বলেন, ‘আমাকে চার সেমিফাইনালিস্ট বাছাই করতে বললে আমি ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকেই বেছে নেব।’
কখনও বিশ্বকাপ জিততে না পারা দক্ষিণ আফ্রিকা এবার ভালো কিছু করবে বলে প্রত্যাশা আমলার। আফ্রিকার বিশ্বকাপ দল নিয়ে আমলা বলেন,‘আমি দল নিয়ে সন্তুষ্ট। আশাকরি এবার ভালো কিছু হবে। আপনাকে মাথা শান্ত রেখে খেলতে হবে। পাশাপাশি সঠিক সময়ে পরিকল্পনার বাস্তবায়ন করাটাও খুবই গুরুত্বপূর্ণ। সফল হতে হলে এই বিষয়গুলো মাথায় নিয়েই খেলতে হবে।’