বাংলাদেশের সেমিতে ওঠা হবে মিরাকল : আকাশ চোপড়া
সেই ১৯৯৯ বিশ্বকাপ থেকে শুরু। এরপর থেকে বিশ্বক্রিকেটের শীর্ষ মঞ্চে বাংলাদেশ খেলেছে একে একে পাঁচটি বিশ্বকাপ। তবে কখনও শিরোপার স্বাদ পায়নি বাংলাদেশ। আরও একটা বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। যা আগে কখনো হয়নি, তা কি এবার হবে? এ প্রসঙ্গে কথা বলেছেন জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ করেন আকাশ চোপড়া। সেখানে তিনি বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেন, প্রশ্ন রাখেন এই দল কতদূর যেতে পারবে তা নিয়ে।
সাকিবের দল নিয়ে আকাশ চোপড়া বলেন, ‘এমনিতে ওদের ফাস্ট বোলিং ভালো, স্পিন বিভাগও ভালো। মিরাজ ও সাকিবের মতো দুইজন ভালো মানের অলরাউন্ডার আছে। সত্যি কথা যদি বলি, সবকিছু মিলিয়ে দল খুব বেশি ভালো নয়।’
তিনি আরও যোগ করেন, ‘ব্যাটারদের জ্বলে উঠতে হবে। কেননা পাঁচ আঙুল এক না হলে হাত কখনোই মুঠোবন্দি হবে না। বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা গত এশিয়া কাপেও দেখেছি। সবাই মিলে যদি পারফরম্যান্স না করতে পারে তাহলে ওরা ভালো করে না।’
বিশ্বকাপে কতদূর যাবে বাংলাদেশ দল? এই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, ‘এই দল কতদূর যাবে? আমার তো মনে হয়, এই দল শীর্ষ চারে কোয়ালিফাই করবে না। কিছু অঘটন হয়তো ঘটাতে পারে। আগেও ঘটিয়েছে। তবে এই দল যদি সেমিতে কোয়ালিফাই করতে পারে, মিরাকলই হবে।’