হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল বাংলাদেশ
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ের পরই দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হোঁচট খেল বাংলাদেশ। ইংলিশদের মারকুটে ব্যাটিংয়ের সামনে টিকতে পারল না বোলাররা। ৪ উইকেটের হারে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি।
তাসকিন-মুস্তাফিজদের দাপটে চাপে ইংল্যান্ড
৩৭ ওভারের ম্যাচে ১৯৭ রানের লক্ষ্য খুব একটা বেশি মনে না হলেও, এই সংগ্রহ নিয়েই ইংল্যান্ডকে চাপে ফেলেছে বাংলাদেশের পেসাররা। তাসকিন আহমেদ-হাসান মাহমুদদের বোলিং দাপটে ক্রিজে থিতু হতে পারছে না ইংলিশ ব্যাটাররা। দলীয় ১২০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়েছে জস বাটলারের দল।
মুস্তাফিজের পর হাসানের আঘাত
শ্রীলঙ্কা বিপক্ষে দাপুটে জয়ের পর বাংলাদেশের সামনে সুযোগ ইংল্যান্ডকে হারিয়ে শতভাগ জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা। সেই লক্ষ্যে দলকে ভালো শুরু এনে দিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইতোমধ্যে ৭৩ রানে তিন উইকেট হারিয়েছে ইংলিশরা।
ইংলিশ শিবিরে মুস্তাফিজের জোড়া আঘাত
আক্রমণাত্মক ক্রিকেট খেলার সুনাম রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। বাংলাদেশের বিপক্ষে যেন তারই পুনরাবৃত্তি করছে ইংলিশরা। ১৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে ব্যাটাররা। যদিও পেসার মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে দুই ওপেনার দাভিড মালান ও জনি বেয়ারস্টোর উইকেট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
শুরুতেই মুস্তাফিজের আঘাত, সাজঘরে মালান
লক্ষ্যটা ১৯৭। ৩৭ ওভারের ম্যাচে যে রান তাড়া করা মোটেও সহজ নয়। তবে প্রতিপক্ষ ইংল্যান্ড দেখেই বেশ সতর্ক বাংলাদেশ। প্রথম ওভারেই ইংলিশ ব্যাটার দাভিড মালানকে ফিরিয়ে ভালো শুরুর আভাস দিয়েছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের ফুলার লেন্থের ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে স্লিপে তানজিদ হাসানের হাতে ধরা পড়েন মালান।
তামিম-মিরাজের ব্যাটে লড়াকু পুজি পেল বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে সোমবার শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। প্রতিপক্ষ ইংল্যান্ডের বোলারদের সামনে অসহায় ব্যাটাররা। তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজের ঝলমলে ব্যাটিং ছাড়া আর সবাই ছিলেন ব্যর্থ। শেষমেশ ৩৭ ওভারের ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান করে বাংলাদেশ। বৃষ্টি আইনে ইংলিশদের লক্ষ্য ১৯৭ রান।
বৃষ্টির পর শুরু খেলা, ৩৭ ওভারে হবে ম্যাচ
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। এরপরই আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে সাকিবের দলের বিশ্বকাপ মিশন। নিজেদের ঝালিয়ে নেওয়ার এই ম্যাচে বৃষ্টির হানা। যার ফলে প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে খেলা। তবে কমেছে ওভার। খেলা হবে ৩৭ ওভারে।
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির বাগড়া
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে আগে টস জিতে ব্যাটিং বেছে নেয় লাল-সবুজের দল। তবে বাংলাদেশের ইনিংসের ৩০তম ওভারে বাগড়া দেয় বৃষ্টি। যার কারণে আপাতত বন্ধ ম্যাচটি। বৃষ্টির আগে স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৫৩ রান তুলেছে বাংলাদেশ।
ফিরলেন মুশফিক, বিপদে বাংলাদেশ
ওপেনার তানজিদ হাসান তামিমের বিদায়ের পর উইকেটে এসে টিকতে পারলেন না মুশফিকুর রহিম। উইকেটে এসে মাত্র ১৫ বল থিতু হতে পেরেছেন তিনি। এই সময়ে রান করেছেন মাত্র ৮। এরপর রশিদের বলে বিদায় নিয়ে ফেরেন সাজঘরে। তার বিদায়ে বিপদে বাংলাদেশ।
আশা জাগিয়ে ফিরলেন তামিম
ওপেনিংয়ে নেমে দারুণ শুরু করেন তানজিদ হাসান তামিম। দুই সতীর্থ লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত বিদায় নিলেও থিতু হয়ে যান তরুণ এই ওপেনার। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না ইনিংস টেনে নিতে। ৪৪ রান করে বিদায় নিলেন এই ক্রিকেটার। দলীয় ৭৮ রানে তাকে হারিয়েছে বাংলাদেশ।
চাপ সামলে জুটি গড়ার চেষ্টায় বাংলাদেশ
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে গেছে বাংলাদেশ। সেই চাপ সামলে জুটি গড়ার চেষ্টায় ওপেনার তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ। দুজন মিলে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে। দলীয় ১০ ওভার শেষে স্কোরবোর্ডে ৪৭ রান তুলেছে বাংলাদেশ।
লিটনের পর সাজঘরে ফিরলেন শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ব্যাট হাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিলেও ইংল্যান্ডের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষাই দিতে হচ্ছে তামিম-মিরাজদের। ইংলিশদের বোলিং তোপে দলীয় ৩০ রানের মাঝেই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১১ বলে ২ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক শান্ত।
শুরুতেই লিটনের উইকেট হারাল বাংলাদেশ
প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপট দেখিয়ে জিতলেও দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এর ফলে এই ম্যাচটা বাংলাদেশের কাছে আলাদা গুরুত্ব বহন করছে। ইংলিশরা মানসম্পন্ন দল হওয়ায় লাল-সবুজদের জন্য ম্যাচটি পরীক্ষার। যদিও এমন ম্যাচে ব্যাট হাতে শুরুটা প্রত্যাশিত হয়নি বাংলাদেশের। শুরুতেই হারিয়েছে ওপেনার লিটন দাসের উইকেট। ৬ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন লিটন।
বাংলাদেশ একাদশে পরিবর্তন
প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজকে দিয়ে অধিনায়কত্ব করানো হলেও দ্বিতীয় ম্যাচে নাজমুল শান্ত অধিনায়কের ভূমিকায়। এই ম্যাচে শুরুর একাদশে নেই হাসান মাহমুদ ও মুস্তাফিজের মতো তারকারা। যেহেতু প্রস্তুতি ম্যাচ তা তাদের পরবর্তীতে নামার সুযোগ আছে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গত কয়েকদিন দেশের ক্রিকেটে নানা আলেচিত-সমালেচিত ইস্যুকে পেছনে ফেলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে নিউজিল্যান্ড সিরিজে হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ মিশন শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে সাকিব আল হাসানের দল। এবার প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ সোমবার (২ অক্টোবর) গোয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।