বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল, জানালেন হাথুরুসিংহে
সময়ের হিসাবে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপের মঞ্চে দেখতে মুখিয়ে পুরো দেশ। মাঠের বাইরের সব নেতিবাচকতা দূর করতে প্রয়োজন একটি জয়। আত্মবিশ্বাসের পালে হাওয়া দিয়ে যে জয় এগিয়ে যেতে সাহায্য করবে গোটা দলকে।
সেই লক্ষ্যেই আগামীকাল শনিবার (৭ অক্টোবর) ভারতের ধর্মশালায় আফগানিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। কাল বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের বিশ্বকাপের শিরোপা হাতে দেখার ইচ্ছে বাংলার ক্রিকেট ভক্তদের। যদিও, আসরে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা দলের সংখ্যা কম নয়। তবু, স্বপ্ন দেখতে দোষ কিসে! সম্প্রতি ওয়ানডেতে বাংলাদেশ নিজেদের অনেকটাই এগিয়ে নিয়েছে। পারফরম্যান্স দিয়ে আদায় করে নিয়েছে সমীহ।
ম্যাচের আগে আজ শুক্রবার (৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে উপস্থিত হন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মাঠের বাইরে দলের অন্যতম এই কারিগর বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে নিজের ভাবনার কথা জানান। সেটি অবশ্যই বাস্তবতা মেনে।
হাথুরুসিংহে বলেন, ’সবাই তো বিশ্বকাপ জিততেই চায়। কিন্তু, বাস্তবতা ভিন্ন। আমরা যদি গ্রুপ পর্বে চার-পাঁচটি ম্যাচ জিততে পারি, তাহলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা থাকবে। আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। আমার মনে হয়, সেমিতে ওঠার মতো যথেষ্ট ভালো দল রয়েছে আমাদের। তারা সেটি করতে পারবে।’