মিরাজের চোখে টুর্নামেন্ট সেরা হওয়ার স্বপ্ন
সময়টা ২০১৬। দেশের মাটিতে যুব বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া হলেও টুর্নামেন্ট সেরা হন মেহেদী হাসান মিরাজ। সময়ের ধারাবাহিকতায় জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন মিরাজ। ভারতের মাটিতে খেলছেন নিজের দ্বিতীয় বিশ্বকাপ। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে নিজের জাত চেনাতে না পারলেও এবার সেরাটা দিয়েই আসর সেরা হওয়ার স্বপ্ন মিরাজের।
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে এক জয় তুলে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। যে জয়ের অন্যতম নায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটের পাশাপাশি বল হাতেও অবদান রেখেছেন ডানহাতি এই অলরাউন্ডার। নিজের দ্বিতীয় বিশ্বকাপটা স্মরণীয় করে রাখার স্বপ্ন মিরাজের।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন,‘বড় টুর্নামেন্টে যদি অলরাউন্ড পারফর্ম করতে পারি, তাহলে সেটা আমার জন্য অনেক বড় অর্জন হবে, দলের জন্যও হবে। অবশ্যই, টুর্নামেন্ট সেরা হওয়ার স্বপ্ন তো থাকেই।’
যদিও কাজটা মিরাজের জন্য মোটেও সহজ হবে না। কারণ প্রতি ম্যাচেই যে বদলে যাচ্ছে মিরাজের ব্যাটিং অর্ডার। যা অবশ্য মানিয়ে নেওয়ার চেষ্টায় এই অলরাউন্ডার।
এই প্রসঙ্গে মিরাজ বলেন, ‘মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। শুধু আমি নই, প্রত্যেকেই মানিয়ে নিয়ে খেলছে। বড় কিছু অর্জন করতে গেলে মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি সব সময় তো আটে ব্যাটিং করেছি। সেখানে সব সময় বড় রান করার সুযোগ থাকে না। বল কম থাকে। তবে চেষ্টা করি, সুযোগ পেলে যেন শতভাগ দিতে পারি।’