কোহলিকে চুরি করতে চান সাকিব, কিন্তু কেন?
সময়ের অন্যতম সেরা তো বটেই, সর্বকালের অন্যতম সেরা ব্যাটারের তালিকায় অনায়াসে থাকবে বিরাট কোহলির নাম। তর্কাতীতভাবে বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার তিনি। প্রতিনিয়ত লড়াইটা করেন নিজের সঙ্গেই। ছাড়িয়ে যান নিজেকেই। কোহলির মতো আরেকজন আছেন বাংলাদেশে। তিনি সাকিব আল হাসান। সময়ের সেরা অলরাউন্ডার, প্রজন্ম ছাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরা অলরাউন্ডারদের ছোট তালিকায়।
সেই সাকিব এবার চুরি করতে চাইলেন বিরাট ভারতীয় ব্যাটার কোহলিকে। আজ বুধবার (১১ অক্টোবর) আইসিসি তাদের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি শর্ট ভিডিও প্রকাশ করে। সেখানে কয়েকজন তারকা ক্রিকেটারকে প্রশ্ন করা হয়, সুযোগ থাকলে কোন ক্রিকেটারকে চুরি করে নিজের দলে নিয়ে আসতেন তারা? সেখানে বিরাট কোহলির নাম বলেন সাকিব। সুযোগ থাকলে কোহলিকে চুরি করতেন তিনি।
কেন কোহলিকেই চুরি করতেন, অন্য কাউকে নয় সেটিও জানিয়েছেন সাকিব। প্রতি ম্যাচে কোহলি যেভাবে রান করে এবং তার যে পরিমাণ রান, তার জন্য তাকে দলে চান সাকিব।
ভিডিওতে সাকিব ছাড়াও একই প্রশ্ন করা হয় নিউজিল্যান্ডের ক্রিকেটার ডেভন কনওয়ে, পাকিস্তানের হাসান আলি, হারিস রউফকে। তারাও নিজেদের দলে কোহলিকেই চাইবেন বলে জানিয়েছেন।