সবাই জানি মাঠে আমাদের কী করতে হবে : শান্ত
আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে বাংলাদেশ। তবে, পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে শোচনীয়ভাবে। দুই ম্যাচেই মুদ্রার দুটি পিঠ দেখা হয়েছে বাংলাদেশ দলের। আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ নিউজিল্যান্ড টানা দুই ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে।
আজকের ম্যাচের ভেন্যু চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম। স্পিন সহায়ক এই মাঠে হয়েছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। বিশ্বকাপে উভয় দলেরই প্রথম ম্যাচ ছিল সেটি। এতে ভারতের স্পিনের কাছে অসহায় আত্মসমর্পণ করে অসি ব্যাটাররা, যা আশা জোগাচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ বরাবরই স্পিন নির্ভর দল।
আফগানদের হারানোর ম্যাচে বল হাতে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ নেন ছয় উইকেট। পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও বল হাতে শেখ মেহেদি তুলে নেন চার উইকেট। সব মিলিয়ে চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশ কেমন করবে, সেটি জানতে চাওয়া হয়েছিল গতকাল বৃহস্পতিবার ম্যাচপূর্ব সম্মেলনে আসা বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্তর কাছে।
এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমরা এখনও উইকেট দেখিনি। তবে, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটা দেখেছি। সেখানে স্পিনাররা সাহায্য পেয়েছিল। আজকের ম্যাচেও যদি পিচ এমন থোকে, তাহলে আমাদের স্পিনারদের জন্য ভালো। আমরা অবশ্য এসব নিয়ে ভাবছি না। সবাই জানি, মাঠে আমাদের কী করতে হবে। এ বিষয়ে আমদের সবার অবস্থান স্পষ্ট।‘