দেড়শ কিলোমিটার গতিতে বল করতে চান তাসকিন
ওয়ানডেতে অভিষেকটা হয়েছিল স্বপ্নের মতো। ২০১৪ সালে ভারতের বিপক্ষে অভিষেকেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদ। অভিষেকের পর থেকেই নিজের প্রতিভার প্রমাণ দিয়ে জায়গা করে নেন ২০১৫ বিশ্বকাপে। হয়ে ওঠেন মাশরাফী বিন মোর্ত্তজার পেস বোলিং ইউনিটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তাসকিনের মধ্যে আগামীর মাশরাফীর ছায়া দেখেছিলেন অনেকে।
দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেননি মাশরাফী। ২০১৯ বিশ্বকাপ থেকে তাসকিন বাদ পড়েন চোটের কারণেই। মাশরাফী ফিরে এসে হাল ধরেন দলের। তার ছোঁয়ায় ধীরে ধীরে বদলে যেতে থাকে বাংলাদেশ। ২০১৯ এ বিশ্বকাপে সুযোগ না পেয়ে কেঁদেছিলেন তাসকিন। চোটকে জয় করে তিনিও ফিরে এসেছেন বিপুল বিক্রমে।
তাসকিন এখন বাংলাদেশ দলের পেস ইউনিটের কেবল মূল অস্ত্রই নয়, নেতাও বটে। কঠোর পরিশ্রমে নিজেকে তৈরি করেছেন। বাদ পড়ার সেই দিনগুলোতে ভেবেছেন, আরেকবার দেশের হয়ে খেলতে হবে। তাসকিন স্বপ্ন দেখেন, প্রথম বাংলাদেশি হিসেবে ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতিতে বল করবেন।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) আইসিসি তাদের অফিসিয়াল পেজে তাসকিনকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে নিজের ফিরে আসা, পরবর্তী ভাবনা নিয়ে কথা বলেন তিনি।
ভিডিওতে তাসকিন বলেন, ‘২০১৯ সালে যখন বাদ পড়ি, আমি কেঁদে ফেলেছিলাম। এরপর নিজেকে বোঝাই, দেশের হয়ে আরেকবার মাঠে নামতে হবে। অনেকে বলাবলি করেছিল, আমি ফিনিশড। কিন্তু, পরিশ্রম করে আমি ফিরে এসেছি। আমি চাই দেশের হয়ে সবার আগে ঘণ্টায় দেড়শ কিলোমিটার গতিতে বল করতে। নিজেকে সেভাবে গড়ে তুলছি। এখনকার ক্রিকেটে শুধু গতি থাকলেই হয় না। গতির সঙ্গে সুইং ও বৈচিত্র্য থাকতে হয়। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমি সেই চেষ্টা করছি।‘