পাকিস্তান ম্যাচে মোমেন্টামে নজর ভারতের
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ। দুই দেশের রাজনৈতিক বৈরিতা কারণে দ্বিপাক্ষিক সিরিজ না হলেও এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তানের শ্বাসরুদ্ধকর লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা। নিজেদের মাটিতে খেলা হলেও এমন হাইভোল্টেজ ম্যাচে জয় পেতে মোমেন্টাম ধরে রাখার পরামর্শ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার।
আজ শুক্রবার (১৩ অক্টেবর) ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে এই ম্যাচ প্রসঙ্গে কথা বলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অতীত পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় রোহিতের কণ্ঠে।
এই ম্যাচ প্রসঙ্গে রোহিত বলেন, ‘আপনাকে এটা মনে রাখতে হবে প্রতিটা দিনই কিন্তু নতুন। তাই আপনাকে নতুন ভাবে শুরু করতে হবে। অতীতে কি করেছেন এটা খুব বেশি কাজে আসবে না। প্রতিটি ম্যাচেই আপনি নতুন প্রতিপক্ষ পাবেন, যারা আপনাকে চ্যালেঞ্জ জানাবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাকে প্রস্তুত থাকতে হবে।’
ভারত পাকিস্তান ম্যাচে কে এগিয়ে? এমন প্রশ্নে রোহিতের ভাষ্য, ‘দুদলই সমান। কারণ প্রথম দুই ম্যাচে দুদলই চাপ সামলে জয় পেয়েছে। পাশাপাশি বর্তমানে সবাই ভালো ছন্দেও আছে। আমাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ন আমরা নিজেদের খেলাটা কীভাবে খেলি। এমন ম্যাচে মোমেন্টাম ধরে রাখাটা জরুরী। দর্শকদের চাপ থাকবে, তবে আমরা এমন পরিস্থিতিতে খেলে অভ্যস্ত।’
ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। পাকিস্তানের জয় আছে ৭৩টিতে, ভারতের জয় ৫৬টিতে। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে ভারতই। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে ভারত।