অলিম্পিক ২০৩৬ এর আয়োজক হতে চায় ভারত
ভারতের মুম্বাইয়ে চলছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৪১তম অধিবেশন। আজ রোববার (১৫ অক্টোবর) থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই সভা। সভার উদ্বোধনী দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন, ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক হতে আইওসিকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে ভারত। এমনটিই জানিয়েছে ডয়েচে ভেলে।
ডয়েছে ভেলের প্রতিবেদনে বলা হয়, ভারতে অনুষ্ঠিত আইওসির সভায় নরেন্দ্র মোদি অলিম্পিক কমিটির কাছে এই প্রস্তাব রাখবেন। মোদি বলেন, ‘ভারত অলিম্পিক গেমস আয়োজন করবে এটি ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন। আমরা এই আকাঙ্খা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করব। আইওসির কাছে এ ব্যাপারে প্রস্তাব রাখব। আশাকরি তাদের সহায়তায় ভারত ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক হতে পারবে।’
‘গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিক। অলিম্পিক গেমস আয়োজক দেশের একটি নির্দিষ্ট শহরে অনুষ্ঠিত হয়। তবে, মোদি কোনো শহরের নাম উল্লেখ করেননি।
প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় অলিম্পিক গেমস। ২০২৪ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। ২০২৮ এর আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং ২০৩২ সালের অলিম্পিকের আয়োজক অস্ট্রেলিয়ার ব্রিসবেন।
ভারত এর আগে কখনও অলিম্পিক আয়োজন করেনি। তবে, ২০১০ সালে দিল্লিতে অ্যাথলেটিক্সের আরেকটি বড় ইভেন্ট কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত।