ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুরস্কার উৎসর্গ করলেন মুজিব
ঐতিহাসিক এক রাত কেটেছে আফগানদের। আনন্দে হয়তো ঘুম হয়নি কারোরই। ওয়ানডে বিশ্বকাপে গতকাল রোববার (১৫ অক্টোবর) ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়েছে রশিদ খান-মোহাম্মদ নবীরা। একটি জয় যেন হতাশার কালো মেঘ সরিয়ে এক চিলতে সূর্যের হাসি এনে দিয়েছে। ইংলিশবধের ম্যাচে আফগানদের নায়ক মুজিব উর রহমান। ব্যাট হাতে ১৬ বলে ২৮ রানের ক্যামিওর পর বল হাতে তিন উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
এমন এক মুহূর্তে জয় পেয়েছে আফগানিস্তান, সত্যিই অনেক বিনিদ্র রাত কাটিয়েছে সে দেশের মানুষ। কাটাচ্ছে এখনও। গত ৭ অক্টোবর ৬.৩ মাত্রার ভয়ানক ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। এরপর সপ্তাহের ব্যবধানে তিনটি ভূমিকম্পে ধুলোয় মেশে দেশের বিভিন্ন শহর।
একে তো যুদ্ধবিধ্বস্ত দেশ, তার ওপর ভূকম্পন, দেশের মানুষ যেন হাসতে ভুলে গেছে। এমন পরিস্থিতিতে দেশটির সবেধন নীলমণি আফগান ক্রিকেটাররা। ক্রিকেট তাদের আনন্দের উপলক্ষ এনে দেয়। রশিদ-নবী-মুজিবরা আরেকবার সেই উপলক্ষ এনে দিলেন তাদের।
ম্যাচসেরার পুরস্কার হাতে মুজিব বলেন, ‘বিশ্বকাপে আসা ও ইংল্যান্ডকে হারানো, এটি আমাদের জন্য গৌরবের। এই জায়গাটাতে আসতে অনেক পরিশ্রম করেছি আমরা। এটি দারুণ একটি অর্জন। এই জয় আর আমার পুরস্কার আমি আমার দেশের মানুষকে উৎসর্গ করছি। যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।‘
ক্রিকেট কখনও কখনও জীবনকে ছাপিয়ে যেতে পারে। আফগানিস্তানের এই জয়টা আরও একবার সেটি প্রমাণ করল। ধ্বংসস্তুপে দাঁড়িয়েও দেশের পতাকা ওড়ানো, বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ার আনন্দ তো এই ক্রিকেটই দিচ্ছে আফগানদের।