রোনালদিনহো এখন কলকাতায়, বাংলাদেশে আসবেন পরশু
কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো বাংলাদেশে আসবেন আগামী ১৮ অক্টোবর। নিজের সেরা সময়ে দুপায়ের জাদুতে গোটা ফুটবল বিশ্বকে মোহিত করেছেন রোনালদিনহো। বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান এই তারকা আন্তর্জাতিক ফুটবল ছেড়েছেন বহু আগে। কিন্তু, ভক্তদের কাছে এখনও তার আবেদন এতটুকু কমেনি। বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা কম নয়।
বাংলাদেশে আসার আগে কলকাতায় এসেছেন তিনি। মূলত, ভারতের জনপ্রিয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগেই কলকাতা এসেছেন রোনালদিনহো। সেখান থেকে আসবেন বাংলাদেশে।
গত সেপ্টেম্বরে রোনালদিনহোর ভাই ও এজেন্ট রবার্তো অ্যাসিসের সঙ্গে দুবাইয়ে দেখা করেন শতদ্রু। সে সময় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বলেছিলেন, ‘আমরা চাইছি, পূজার আগে ওকে আনতে। দুর্গাপূজার আগে ১৬, ১৭ বা ১৮ অক্টোবর নাগাদ রোনালদিনহোকে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। তবে, এখনও কিছুই নিশ্চিত নয়। এ সময়ে কঙ্গোতে বার্সেলোনা লিজেন্ডসের ম্যাচ থাকতে পারে। সেটির সূচির ওপর নির্ভর করবে অনেককিছু। তাছাড়া, রোনালদিনহোরও কিছু পেশাদার কমিটমেন্ট রয়েছে। সবমিলিয়ে আলোচনা চলছে।’
অবশেষে সবকিছু মিলে যাওয়ায় কলকাতায় এসেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। গতকাল রোববার (১৫ অক্টোবর) ভারতে পা রাখেন তিনি। ১৭ অক্টোবর পর্যন্ত থাকবেন সেখানে। এরপর ১৮ অক্টোবর সফরের অংশ হিসেবে আসবেন বাংলাদেশে।
বাংলাদেশে এসে দেখা করবেন ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে। এ ছাড়া, পরিকল্পনা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার। তবে, সেটি নির্ভর করছে প্রধানমন্ত্রীর সময়সূচির ওপর।