দক্ষিণ আফ্রিকাকে ২৪৬ রানের লক্ষ্য দিল নেদারল্যান্ডস
বিশ্বকাপে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা। ধর্মশালায় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয়েছে। ভারী বৃষ্টিপাতে মাঠ ভেজা থাকায় টস হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। খেলা শুরু হয়েছে দুই ঘণ্টা দেরিতে। ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। ধর্মশালায় টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। আগে ব্যাট করে ৪৩ ওভারে আট উইকেট হারিয়ে ডাচদের সংগ্রহ ২৪৫ রান।
শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। স্কোরবোর্ডে ২৪ রান উঠতেই নেই দুই উইকেট। দুই ওপেনার বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও’দোদকে হারিয়ে একটু থিতু হওয়ার চেষ্টা করে তারা। বিক্রম দুই ও ম্যাক্স ১৮ রানে আউট হন। কিন্তু, দক্ষিণ আফ্রিকার বোলাররা সেটি হতে দেননি। ডাচরা তাই ৫০ রান তুলতেই হারায় চার উইকেট। পঞ্চম উইকেটে সাধ্যমতো কিছুটা প্রতিরোধ গড়তে চেষ্টা করে ডাচরা। লুঙ্গি এনগিডির বলে মার্কো জ্যানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাইব্র্যান্ড।
দলের অন্যতম ভরসা বাস ডি লিডকে মাত্র দুই রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। শেষ পর্যন্ত ডাচদের হয়ে হাল ধরেন অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। রল্ফ মারউইকে সঙ্গে নিয়ে চেষ্টা করেন দলের রান এগিয়ে নিতে।
১৪০ রানে সাত উইকেট হারানোর পর রল্ফের সঙ্গে ৬৪ রানের জুটি করে দলকে ভালো অবস্থানে নেন অ্যাডওয়ার্ডস। ১৯ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলে লুঙ্গির বলে ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে শেষ দলের রান আড়াইশর কাছাকাছি যায় অ্যাডওয়ার্ডসের বদৌলতে। ৬৯ বলে ১০ চার ও এক ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে দল পায় লড়াইয়ের পুঁজি।
প্রোটিয়াদের পক্ষে দুটি করে উইকেট পান লুঙ্গি, জ্যানসেন ও রাবাদা।
সংক্ষিপ্ত স্কোর
নেদারল্যান্ডস : ৪৩ ওভারে ২৪৫/৮। (বিক্রম ২, ম্যাক্স ১৮, কলিন ১২, ডি লিড ২, সাইব্র্যান্ড ১৯, তেজা ২০, অ্যাডওয়ার্ডস ৭৮*, ফর বিক ১০, মারউই ২৯, আরিয়ান ২৩*; লুঙ্গি ৯-১-৫৭-২, জ্যানসেন ৮-১-২৭-২ , রাবাদা ৯-১-৫৬-২ , জেরাল্ড ৭-০-৪৫-১, কেশভ ৯-০-৩৮-১)