তিন ফিফটিতে নিউজিল্যান্ডের বড় সংগ্রহ
মাঠের বাইরের নানা ইস্যুতে আলোচনায় চলতি বিশ্বকাপ। এরইমধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে আফগানিস্তান ও নেদারল্যান্ডসের মতো দলগুলো। সেই শঙ্কা মাথায় নিয়েই এবার আফগানদের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড।
আজ বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮৮ রান তোলে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন ফিলিপস।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৩০ রানের মাথায় মুজিবের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন ডেভন কনওয়ে। ১৮ বলে ২০ রান আসে বাঁহাতি এই ব্যাটারের ব্যাট থেকে। এরপর রাচিন রবীন্দ্রকে নিয়ে দারুণ এক জুটি গড়েন উইল ইয়ং। এই দুইজনের ৭৯ রানের জুটিতে ভালো সংগ্রহের ইঙ্গিত দেয় নিউজিল্যান্ড। দলীয় ১০৯ রানে রাচিনের বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় কিউইরা। ৪১ বলে ৩২ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। এরপর দ্রুতই তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। এবার বিদায় নেন আরেক ব্যাটার ইয়ং। ৬৪ বলে ৫৪ রান আসে তার ব্যাট থেকে।
তৃতীয় উইকেটের ধাক্কা সামাল দেওয়ার আগে চতুর্থ উইকেট হারায় কিউইরা। এবার সাজঘরে ফেরেন ড্যারিয়েল মিচেল। ৭ বলে ১ রান করেন ডানহাতি এই ব্যাটার। এরপর দুই অভিজ্ঞ ব্যাটার গ্লেন ফিলিপস ও টম লাথাম মিলে ফের বড় জুটি গড়েন। এই দুইজনের ১৪৪ রানের জুটি ভাঙে দলীয় ২৫৪ রানে ফিলিপসের বিদায়ে। ৮০ বলে ৭১ করেন এই ব্যাটার। এর কিছুক্ষণ পরেই বিদায় নেন আরেক ব্যাটার টম লাথাম। ৭৪ বলে ৬৮ রান আসে তার ব্যাট থেকে। শেষমেশ ৬ উইকেট হারিয়ে ২৮৮ রানে থামে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৮৮/৬ (কনওয়ে ২০, ইয়ং ৫৪, রবীন্দ্র ৩২, মিচেল ১, লাথাম ৬৮, ফিলিপস ৭১, চাপম্যান ২৫, স্যান্টনার ৭; মুজিব ১০-০-৫৭-১, ফারুকী ৭-১-৩৯-১, নবীন ৮-০-৪৮-২, নবী ৮-১-৪১-০, রশিদ ১০-০-৪৩-১, ওমরজাই ৭-০-৫৬-২)