ভারত ম্যাচে সাকিবের খেলা নিয়ে যা বললেন হাথুরুসিংহে
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে গত ১৩ অক্টোবর ব্যাটিংয়ের সময় ঊরুর চোটে পড়েন সাকিব আল হাসান। রাচিন রবীন্দ্রের বলে সিঙ্গেল নিতে গিয়ে চোট পান তিনি। তাৎক্ষণিক মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দেন ফিজিও। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে সোজা গিয়েছিলেন হাসপাতালে। সেখানে চোটের জায়গা স্ক্যান করানো হয়। পরে আরও একবার স্ক্যান করানো হয়। সেই রিপোর্ট এখনও হাতে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপে আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচে সাকিবের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। তবে, গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) দলের ঐচ্ছিক অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন বাংলাদেশ অধিনায়ক। তাকে পর্যবেক্ষণে রাখেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ফিজিওরা।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ বুধবার (১৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। সেখানে প্রথম প্রশ্নটাই করা হয় ভারত ম্যাচে সাকিব খেলবেন কি না সেই প্রসঙ্গে। হাথুরুসিংহে অবশ্য আশাবাদী বিশ্বসেরা অলরাউন্ডারের খেলা নিয়ে।
সাকিবের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সে গতকাল অনেকক্ষণ ব্যাটিং অনুশীলন করেছে। তার স্ক্যান করানো হয়েছে। রিপোর্টের অপেক্ষায় আছি আমরা। তবে, সে খেলার জন্য অলমোস্ট ফিট। আগামীকাল সকালে আবার তাকে বোলিং করানো হবে। এরপর ম্যাচের আগে সিদ্ধান্ত নেব আমরা। তবে, তার খেলার ব্যাপারে আমি ইতিবাচক।’