ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ-ভারতের ম্যাচ পেয়ে আসছে ভিন্ন মাত্রা। শক্তি-সামর্থ্যে তারতম্য থাকলেও ভারতের সঙ্গে বাংলাদেশ লড়াইটা করে দাঁতে দাঁত চেপে। বরং, সম্প্রতি পাক-ভারত লড়াইয়ের চেয়েও বেশি উত্তেজনা এই ম্যাচকে ঘিরে। তবে, এবারের বিশ্বকাপে দুই দলের পরিস্থিতি আলাদা। টানা তিন জয়ে ভারত আছে ফুরফুরে মেজাজে, যেখানে তিন ম্যাচে মাত্র এক জয়ে অনেকটাই চাপে বাংলাদেশ।
এমন অবস্থায় নিজেদের চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। চোট পাওয়া সাকিব আল হাসানের পরিবর্তে এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশের জন্য বাড়তি প্রেরণা সর্বশেষ এশিয়া কাপ। যেখানে শেষ দেখায় জয়ের হাসি বাংলাদেশই হেসেছিল। এ ছাড়া, দুই দলের সর্বশেষ চার দ্বৈরথের তিনটিতেই জিতেছে সাকিব আল হাসানরা।
বাংলাদেশকে নিয়ে তাই যথেষ্ট সতর্ক ভারত শিবির। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বুধবার (১৮ অক্টোবর) ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বাংলাদেশকে সমীহ করেই বলেন, ‘আমরা তিনটি ম্যাচ জিতেছি। ভালো অবস্থানে আছি। বিশ্বকাপে মোট ৯টি ম্যাচ খেলতে হবে আমাদের। সব ম্যাচই সমান। সবার সমান সম্ভাবনা আছে। যে কোনো কিছুই হতে পারে। বাংলাদেশকে নিয়েও একই গুরুত্ব থাকবে। আমরা অবগত আছি। নিজেদের উন্নতি নিয়ে ভাবছি।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাথুরুসিংহে বলেন, ‘আমরা শেষ দুই ম্যাচে ভালো করতে পারিনি। তবে, নেটে ছেলেরা ভালো অনুশীলন করেছে। পরবর্তী ম্যাচে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করব। একটি দল হিসেবে খেলতে হবে সবাইকে। ভারতকে আমরা আগেও হারিয়েছি। এই ম্যাচ নিয়ে আশাবাদী। দলের পরিবেশ বদলে জিতে একটি জয় প্রয়োজন।’